Forged AADHAR Case

নকল আধার কার্ড তৈরির কারখানা! শিলিগুড়িতে এসওজি হানায় ধৃত ৭, কত বাংলাদেশিকে অনৈতিক সাহায্য

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন ডিজিটাল ফটো স্টুডিয়োতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করে দেওয়া হত বিভিন্ন সরকারি নথি। নেওয়া হত পাঁচ থেকে ১০ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৯:৩৮
Forged AADHAR Case

ডিজিটাল ফটো স্টুডিয়ো থেকে নকল আধার কার্ড তৈরির অভিযোগে ধৃত কর্মীরা। —নিজস্ব চিত্র।

নামে ডিজিটাল ফোটো স্টুডিয়ো। অর্থাৎ, ফরমায়েশি ছবি তোলার কেন্দ্র। সঙ্গে নকল নথিপত্র তৈরির। বিশেষ করে নকল আধার কার্ড বানাতে নাকি ‘ওস্তাদ’ এখানকার কর্মীরা। সোমবার শিলিগুড়ির সেই ফটো স্টুডিয়োয় যৌথ ভাবে হানা দিল স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), ভক্তিনগর থানা এবং আশিঘর আউটপোস্টের পুলিশের একটি দল। ইস্টার্ন বাইপাস এলাকার স্টুডিয়োয় থেকে গ্রেফতার করা হল সাত জনকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে তাদের কাছে খবর আসছিল, একটি স্টুডিয়োয় ভুয়ো আধার কার্ড এবং অন্যান্য জরুরি নথির নকল তৈরি হচ্ছে। সোমবার ক্রেতা সেজেই ওই আধার কার্ড তৈরির ‘সেন্টার’-এ পৌঁছোয় এসওজি। সঙ্গে ছিল দুই থানার পুলিশ। ছদ্মবেশী পুলিশকে চিনতে পারেননি ‘শিল্পী’রা। তাঁরা নকল আধার কার্ড তৈরির জন্য কয়েক হাজার টাকার বরাত নিয়ে নেন। হাতেনাতে প্রমাণ মেলার পরেই পুলিশ পাকড়াও করে চিত্তরঞ্জন সরকার ,ষষ্ঠী মণ্ডল, টিটু দাস, বিশ্বজিৎ রায়, মঙ্গলু সিংহ গৌতম, হরিকিশোর রায় এবং আবেশ গুপ্ত নামে স্টুডিয়োর সাত কর্মীকে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই ফটো স্টুডিয়োয় বরাত নিয়ে তৈরি হত নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড এবং নকল কাস্ট সার্টিফিকেট (জাতিগত শংসাপত্র)। পুলিশের অভিযানে একের পর এক নথি বেরিয়ে আসে। ওই স্টুডিয়োটি যে বাড়িতে তার চার পাশ ঘিরে ফেলে পুলিশ। গ্রেফতার হন মোট সাত জন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই ফটো স্টুডিয়োটিতে বরাত নিয়ে তৈরি হত নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড এবং নকল কাস্ট সার্টিফিকেট (জাতিগত শংসাপত্র)। পুলিশের অভিযানে একের পর এক নথি বেরিয়ে আসে। ওই স্টুডিয়োটি যে বাড়িতে তার চার পাশ ঘিরে ফেলে পুলিশ। গ্রেফতার হন মোট সাত জন।

পুলিশ সূত্রে খবর, পাঁচ থেকে ১০ হাজার টাকায় ওই ফটো স্টুডিয়োয় তৈরি হত নকল আধার কার্ড থেকে ভোটার কার্ড। শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাসের ধারে ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন ডিজিটাল ফটো স্টুডিয়োতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করে দেওয়া হত বিভিন্ন সরকারি নথি। এখনও পর্যন্ত কাদের কাদের নকল আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, তার খোঁজে তদন্তকারীরা। ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী বলেন, ‘‘অভিযানে সাত জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাকি তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন