NRC

এনআরসি চালু হোক পশ্চিমবঙ্গে, আর্জি জানিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা, শুনানি আগামী সপ্তাহে

বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে জনস্বার্থ মামলার শুনানি হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:৪৫
NRC should be implemented in West Bengal, PIL filed before Calcutta High Court

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করা হোক। এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এই ধরনের অন্য কোনও মামলা বিচারাধীন রয়েছে কি না, মঙ্গলবার তা রাজ্যের কাছে জানতে চেয়েছে হাই কোর্ট।

Advertisement

জনস্বার্থ মামলা দায়ের করেছেন পারমিতা দে। তাঁর আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন গ্রহণ করে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে। প্রসঙ্গত, চলতি মাসেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেছিলেন, পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় এনআরসি চালু করতে চাইছে বিজেপি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, অসমে ভারতীয়দের ‘বিদেশি/ অবৈধ অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকিতে তৈরি হওয়া এনআরসি-র চূড়ান্ত খসড়া তালিকা ২০১৯-এর ৩১ অগস্ট প্রকাশিত হয়। তাতে অসমের ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর প্রায় ১৯ লক্ষ ৭ হাজার জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের একবার তার যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র। কিন্তু ২০১৯-এর ১২ অগস্ট তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ সেই আবেদন নাকচ করে দিয়েছিল। অভিযোগ, এনআরসি জটের কারণে অসমের কয়েক লক্ষ মানুষ আধার নম্বর পাচ্ছেন না। ফলে তাঁরা বঞ্চিত হচ্ছেন ব্যাঙ্ক ও বিভিন্ন সরকারি সুযোগসুবিধা থেকে।

Advertisement
আরও পড়ুন