Primary Recruitment Case

সুস্থ আছেন পার্থ, ছাড়া হতে পারে এক-দু’দিনের মধ্যেই, বিচার ভবনকে জানালেন হাসপাতালের চিকিৎসক

পার্থের মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বিচারক। হাসপাতালের তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। বিচারক পার্থের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৬
পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

সুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক-দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। শুক্রবার কলকাতার বিচার ভবনে বিচারককে এমনটাই জানালেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক।

Advertisement

জানুয়ারি মাসের শেষে গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তিনি জেল হেফাজতে। সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়ার পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছিল। কিন্তু পার্থ আদালতের কাছে আবেদন জানান বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। আদালত সেই আর্জি অনুমোদন করে। যদিও শর্ত দেয়, সেই চিকিৎসার ব্যয় বহন করতে হবে পার্থকেই। তাতে রাজি হন প্রাক্তন মন্ত্রী।

পার্থের মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বিচারক। হাসপাতালের তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। বিচারক পার্থের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। হাসপাতালের পক্ষ থেকে যিনি আদালতে উপস্থিত ছিলেন, তিনি জানান, পার্থ এখন ভাল রয়েছেন।

অন্য দিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের কাছে প্রয়োজনীয় নথি সরবরাহ করতে না-পারার জন্য আদালতে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। প্রাথমিক মামলায় গত ২৭ ডিসেম্বর একটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেখানে পার্থ ছাড়াও অভিযুক্ত হিসাবে নাম ছিল অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের। তার পর অভিযুক্তদের আইনজীবীদের কাছে নথি সরবরাহ করার নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই সময় সিবিআই নথি দিতে পারেনি। শুক্রবার অবশ্য অভিযুক্তদের নথি সরবরাহ করেছে তদন্তকারী সংস্থাটি।

Advertisement
আরও পড়ুন