Protest In Purulia

পাথর খাদান তৈরির প্রতিবাদে বিক্ষোভ পুরুলিয়ায়! মহিলাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়ায় অভিযুক্ত পুলিশ

স্থানীয়দের অভিযোগ, সরবেড়িয়া গ্রামের অদূরে একটি বেসরকারি সংস্থা পাথর খাদান তৈরির কাজ শুরু করেছে। এই খাদান চালু হলে ভবিষ্যতে এলাকায় পরিবেশ দূষণ বাড়বে, শান্ত পরিবেশ নষ্ট হবে। রাস্তা ও গ্রামের পুকুর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০২:১২
পুরুলিয়ায় বিক্ষোভ গ্রামের মহিলাদের।

পুরুলিয়ায় বিক্ষোভ গ্রামের মহিলাদের। — নিজস্ব চিত্র।

পাথর খাদান তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। শুক্রবার পুরুলিয়ার বরাবাজার ব্লকের সরবেড়িয়া গ্রামে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান তাঁরা। মহিলাদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের উপর। এই ঘটনায় পাথর খাদান মালিক এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা রুজু হয়েছে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, সরবেড়িয়া গ্রামের অদূরে একটি বেসরকারি সংস্থা পাথর খাদান তৈরির কাজ শুরু করেছে। এই খাদান চালু হলে ভবিষ্যতে এলাকায় পরিবেশ দূষণ বাড়বে, শান্ত পরিবেশ নষ্ট হবে। রাস্তা ও গ্রামের পুকুর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই পাথর খাদান তৈরিতে বাধা দেন গ্রামবাসীরা। দাবি মানা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, তারা মহিলাদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ে।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, “উচ্চ আদালতের রায়ে সেখানে পাথর খাদান খোলার জন্য পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। তাই সেখানে পুলিশ মোতায়েন থাকে। ঘটনাস্থলে গ্রামবাসীদের সঙ্গে বচসা হয়। গ্রামবাসীরা পুলিশের উপর পাথর ছোড়েন এবং গাড়ি ভাঙচুর করেন। পুলিশ বাধ্য হয় তাঁদের উপর লাঠিচার্জ করতে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

Advertisement
আরও পড়ুন