Student death in Howrah

২০০ মিটার দৌড়শেষেই সংজ্ঞাহীন ছাত্র, তার পর মৃত্যু! হাওড়ায় কলেজের প্রতিযোগিতায় অঘটন

শনিবার হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রূপম শী (১৯)। তাঁর বাড়ি বাগনান থানার বাটুল গ্রামে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১
রূপম শী (১৯)।

রূপম শী (১৯)। ছবি: সংগৃহীত।

২০০ মিটার দৌড় শেষ করেই মাটিতে বসে পড়েছিলেন যুবক। মাটিতে বসেই জিরোচ্ছিলেন। সেই সময়েই অজ্ঞান! আশপাশের বন্ধুবান্ধব চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তাতে কাজ হয়নি। পরে হাসপাতালে নিয়ে যেতেই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

শনিবার হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রূপম শী (১৯)। তাঁর বাড়ি বাগনান থানার বাটুল গ্রামে। তিনি কলেজের জুয়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে শ্যামপুরের পুলিশ।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ২০০ মিটার দৌড়ে নাম দিয়েছিলেন রূপম। সেই মতো দৌড়োনও তিনি। দৌড় শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন রূপম। বন্ধুবান্ধব তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন। পরে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

কলেজের প্রিন্সিপাল জানান, ওই ছাত্রকে ঝুমঝুমি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পর কলেজের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন