Winter in West Bengal

আগামী সপ্তাহের শুরু থেকেই কিছুটা কমতে পারে শীত! রাতের তাপমাত্রা বাড়বে, কোথায় কেমন থাকবে ঠান্ডা?

বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পারদ নেমেছে ১৩.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৬
Weather Update for West Bengal for next few days

শীত কমলেও সকালের দিকে ঘন কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। —ফাইল চিত্র।

আগামী কয়েক দিন একইরকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

Advertisement

বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পারদ নেমেছে ১৩.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। সকাল থেকে কলকাতার বৃহস্পতিবার আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে। ভোরের দিকে ছিল হালকা কুয়াশাও। আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী তিন দিন রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিন ধরে গোটা রাজ্যেই ২-৩ ডিগ্রি করে বাড়বে রাতের তাপমাত্রা।

আগামী কয়েক দিন ভোরের দিকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কুয়াশার কারণে কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরের জেলাগুলির মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ার বাদে বাকি সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা থাকছে আগামী কয়েক দিন।

বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। শুক্রবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে। আগামী কয়েক দিন পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা।

Advertisement
আরও পড়ুন