Pahalgam Attack

পহেলগাঁও কাণ্ডে কি ২৬/১১-র চক্রী হাফিজ় জড়িত? জল্পনা দানা বাঁধতেই বাড়ল লশকর প্রধানের নিরাপত্তা

লশকর প্রধানের বাড়ির চার কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে উচ্চ রেজ়োলিউশনের সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ এবং আধাসেনা মোতায়েন হয়েছে এলাকায়। চলছে ড্রোন নজরদারিও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১১:০৭
নিরাপত্তা বৃদ্ধি করা হল হাফিজ় সইদের।

নিরাপত্তা বৃদ্ধি করা হল হাফিজ় সইদের। — ফাইল চিত্র।

‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-এর পাশাপাশি পহেলগাঁও হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার প্রতিষ্ঠাতা-প্রধান হাফিজ় সইদের। এই পরিস্থিতিতে লাহৌরবাসী হাফিজের নিরাপত্তা আঁটসাঁট করতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এবং লশকর বাহিনী সক্রিয় হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি।

Advertisement

লাহৌরের মহল্লা জ়োহর টাউন এলাকায় হাফিজ়ের বাসস্থান এবং তাঁর সঙ্গীদের গতিবিধি নিয়ে সম্প্রতি কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছিল (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। তার পরেই লশকর প্রধানের বাড়ির চার কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে উচ্চ রেজ়োলিউশনের সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ এবং আধাসেনার পাশাপাশি সশস্ত্র লশকর বাহিনীকেও দেখা গিয়েছে এলাকায়। চলছে ড্রোন নজরদারিও।

লশকরের ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) প্রথমে ২২ জুলাই পহেলগাঁও কাণ্ডের দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। কিন্তু সাম্প্রতিক কালে লশকর-সহ ভারতবিরোধী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বেশ কয়েক জন নেতা পাকিস্তানে গুপ্তহত্যার শিকার হয়েছেন। রহস্যজনক মৃত্যুও হয়েছে কয়েক জনের। এই পরিস্থিতিতে হাফিজ়ের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পাক সেনা।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে কাজ চালানো ছায়া সংগঠনগুলিকে সন্ত্রাসবাদী আদর্শে দীক্ষিত করাই কেবল নয়, সীমান্তের ও পার থেকে পরিকাঠামো এবং প্রযুক্তিগত সাহায্যও জোগান হাফিজ়। ওই সূত্রের খবর, এই বিষয়ে হাফিজ়কে সাহায্য করে থাকেন লশকরে তাঁর ‘ডেপুটি’ সইফুল্লা কাসুরি। এখনও কাসুরির কোনও খোঁজ মেলেনি।

Advertisement
আরও পড়ুন