Pope Francis

প্রয়াতে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের বৈঠক ভ্যাটিকানে, হাজির ১৩৩ জন কার্ডিনাল

দীর্ঘ দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান ফ্রান্সিস। সোমবার ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় প্রয়াত হয় ৮৮ বছর পোপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০০:১৯

ছবি: সংগৃহীত।

প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য ভ্যাটিকানে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। তাতে যোগ দিতে হাজির হয়েছেন ১৩৩ জন কার্ডিনালের সকলেই।

Advertisement

দীর্ঘ দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান ফ্রান্সিস। সোমবার ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় প্রয়াত হয় ৮৮ বছর পোপ। এর পরেই উত্তরসূরি নির্বাচন ঘিরে তৎপরতা শুরু হয়।

সোমবার ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার শুরু হবে পোপ নির্বাচনের প্রক্রিয়া, যা ‘কনক্লেভ’ নামে পরিচিত। বুধবার ওই ১৩৩ জন কার্ডিনাল ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে একত্র হবেন। পোপ নির্বাচনের জন্য সে দিন একবার এবং পরবর্তী প্রতিদিন চারবার করে ভোটগ্রহণ হতে পারে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। পোপ নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তাঁরা বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এর পরে ভ্যাটিক্যান স্কোয়ারে আনুষ্ঠানিক ভাবে নতুন পোপের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা।

Advertisement
আরও পড়ুন