PTI Protest in Pakistan

ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি, পাকিস্তান অচল করতে চলেছে পিটিআই! ১৪৪ ধারা জারি হল রাওয়ালপিন্ডিতে

আপাতত রাওয়ালপিন্ডিতে সমস্ত ধরনের সভা, মিছিল, জমায়েতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশি নির্দেশিকায় বলা হয়েছে আগ্নেয়াস্ত্র তো বটেই, বল বিয়ারিংয়ের মতো কোনও জিনিসও সঙ্গে রাখা যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১১:১৫
পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভের পরিকল্পনা ইমরান খানের দল পিটিআই-এর।

পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভের পরিকল্পনা ইমরান খানের দল পিটিআই-এর। —ফাইল চিত্র।

জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তার আগে গোটা রাওয়ালপিন্ডি জেলায় আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করা হল। বুধবার পর্যন্ত পাকিস্তানের ওই জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাওয়ালপিন্ডির কোথাও পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না।

Advertisement

আপাতত রাওয়ালপিন্ডিতে সমস্ত ধরনের সভা, মিছিল, জমায়েতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশি নির্দেশিকায় বলা হয়েছে আগ্নেয়াস্ত্র তো বটেই, বল বিয়ারিংয়ের মতো কোনও জিনিসও সঙ্গে রাখা যাবে না। এ-ও বলা হয়েছে, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যাবে না, প্ররোচনামূলক ভাষণও দেওয়া যাবে না। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাক পুলিশের নির্দেশিকায় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, কয়েকটি গোষ্ঠী আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর পরিকল্পনা করেছে। ওই গোষ্ঠীগুলি জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হিংসাত্মক কার্যকলাপ করতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।

পিটিআই-এর বক্তব্য, মার্চে ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘিত হলেও আদালত পদক্ষেপ করছে না। একই ভাবে আদালতের নির্দেশ মানার বিষয়ে সদিচ্ছা দেখাচ্ছেন না জেল কর্তৃপক্ষও। তাই ইসলামাবাদ হাই কোর্টের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আদিয়ালা জেল পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছে ইমরানের দল।

২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। অভিযোগ, গত কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের সদস্যেরা। পাকিস্তানের এই প্রাক্তন প্রধানমন্ত্রী কেমন আছেন, তা নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে। মৃত্যু-জল্পনার মধ্যেই বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ। আদিয়ালা জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। তার পরেও অবশ্য জল্পনা থামেনি।

ইতিমধ্যেই ইমরানের সঙ্গে দেথা করার আর্জি জানিয়ে এবং আদালত অবমামনার অভিযোগ তুলে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বোন আলিমা খান। মঙ্গলবার হাই কোর্টের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে পিটিআই-এর। রাওয়ালপিন্ডির বিক্ষোভে নেতৃত্ব দিতে পারেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

একাধিক মামলায় অভিযুক্ত ইমরান। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে! তার পরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে।

Advertisement
আরও পড়ুন