আগুন জ্বলছে তিন নম্বর পেট্রোনাস টাওয়ারে। ছবি: এক্স থেকে।
অগ্নিকাণ্ডের শিকার বিশ্বের অন্যতম প্রসিদ্ধ বহুতল পেট্রোনাস টাওয়ার। শনিবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের ওই বহুতলের তিন নম্বর টাওয়ারে আগুন লাগে। বহুতলটির ‘রুফ টপ’ রেস্তরাঁ থেকেই আগুন ছড়িয়েছে বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘নিই স্ট্রেটস টাইম্স’ ইঙ্গিত দিয়েছে।
শনিবার দুপুরে কুয়ালা লামপুর ‘ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস’-এর সহকারী কমিশনার হাসান আসারি ওমর জানান, তাঁদের ধারাবাহিক প্রচেষ্টায় কয়েক ঘণ্টা পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের জেরে সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলে জানান তিনি। প্রসঙ্গত, তিন নম্বর টাওয়ারটি পেট্রোনাস যমজ টাওয়ারের ঠিক পিছনে অবস্থিত।
শনিবার সমাজমাধ্যমে জ্বলন্ত পেট্রোনাস টাওয়ারের ছবি ছড়িয়ে পড়ার পরে নেটাগরিকদের অনেকেই তার তুলনা টেনেছেন সত্তর দশকের জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য টাওয়ারিং ইনফার্নো’-র সঙ্গে। মালয়েশিয়ার ‘সেন্ট্রাল ফায়ার অ্যান্ড রেসকিউ’ বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৪৮৩ ফুট উচ্চতার ৯৩তলা এই স্কাইস্ক্র্যাপার ১৯৯৮-২০০৪ ‘বিশ্বের উচ্চতম’ তকমাধারী ছিল। বর্তমানে নেমে এসেছে ২১ নম্বরে।