Drinking Water Crisis in Tehran

পানীয় জল মিলতে পারে আর মাত্র দু’সপ্তাহ! ইরানের রাজধানী তেহরান কেন সঙ্কটে? জানাল খামেনেইয়ের দেশ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের সরকার জানিয়েছে, আর মাত্র দু’সপ্তাহ রাজধানী তেহরানের পানীয় জলের চাহিদা মেটানোর মতো সঞ্চয় অবশিষ্ট রয়েছে আমির কবির বাঁধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:৫৪
Iranian official says, Amir Kabir Dam in crisis, drinking water in Tehran could run dry in two weeks

আমির কবির বাঁধ। ছবি: সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। আর বড়জোর দু’সপ্তাহের মধ্যেই তার মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানিয়ে দিল প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের সরকার। সে ক্ষেত্রে গুরুতর জলসঙ্কটে পড়তে পারে তেহরান।

Advertisement

তেহরানে জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রধান বেহজ়াদ পারসা ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা-কে জানিয়েছেন, তেহরানে পানীয় জল সরবরাহের পাঁচটি উৎসের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। তীব্র খরা পরিস্থিতির কারণে সেটিতে এখন মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার জল অবশিষ্ট রয়েছে। যা জলাধারটির মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ! প্রসঙ্গত, আয়াতোল্লা খামেনেইয়ের দেশের রাজধানী শহরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ লক্ষ ঘনমিটার জলের প্রয়োজন পড়ে। তার বড় অংশই আসে এই জলাধার থেকে।

এর পরেই পারসার সতর্কবাণী, ‘‘এই পরিমাণ জল দিয়ে মাত্র দু’সপ্তাহ তেহরানে পানীয় চাহিদা মেটানো সম্ভব হবে।’’ তিনি জানান, এক বছর আগেও আমির কবির বাঁধে ৮ কোটি ৬০ লক্ষ ঘনমিটার জল ছিল। কিন্তু তেহরান ও আশপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় ১০০ হ্রাস পেয়েছে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি। সে কারণেই এমন পরিস্থিতি। তবে তেহরানে জল সরবরাহকারী অন্য চারটি জলাধার থেকে কতটা চাহিদা পূরণ করা সম্ভব, সে বিষয়ে কিছু জানাননি পারসা।

Advertisement
আরও পড়ুন