US-Pakistan Relation

ট্রাম্পের সঙ্গে সহমত নয় পাক সরকার! গাজ়ায় যুদ্ধ বন্ধ করতে আমেরিকার ২০ দফা প্রস্তাব নিয়ে সুর বদল পাকিস্তানের

সম্প্রতি, গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য আমেরিকার তরফে ২০ দফা প্রস্তাব দেওয়া হয়। দিন কয়েক আগে ট্রাম্প জানান, তাঁদের এই প্রস্তাবে সরাসরি সমর্থন করেছে পাকিস্তান। তবে পাক বিদেশমন্ত্রী জানালেন অন্য কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ২১:৩৬
Pakistan backtracks on Gaza plan days after Donald Trump\\\'s praise for support

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডান দিকে)। — ফাইল চিত্র।

গাজ়ায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের সঙ্গে সহমত নয় পাকিস্তান! কেন সহমত নয়, তা-ও ব্যাখ্যা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া ২০ দফা প্রস্তাবকে সমর্থন করে না পাকিস্তান। পাক বিদেশমন্ত্রীর দাবি, খসড়া প্রস্তাবের থেকে আলাদা। বেশ পরিবর্তন করা হয়েছে।

Advertisement

শুক্রবার সে দেশের পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে পাক বিদেশমন্ত্রী বলেন, ‘‘ট্রাম্প যে ২০টি বিষয় প্রকাশ করেছেন, সেগুলি আমাদের দেওয়া কোনও প্রস্তাব নয়। আমি বলতে চাই, আমাদের খসড়ায় কিছু পরিবর্তন করা হয়েছে।’’

আমেরিকায় দ্বিতীয় বার ক্ষমতায় এসেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি চলমান কিছু যুদ্ধ বা সংঘাতের অবসান করবেন। সেই তালিকায় ছিল গাজ়া নিয়ে ইজ়রায়েল-হামাস সংঘাত। তবে এখনও পর্যন্ত কোনও রফাসূত্র বার হয়নি। সম্প্রতি, গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য আমেরিকার তরফে ২০ দফা প্রস্তাব দেওয়া হয়। দিন কয়েক আগে ট্রাম্প জানান, তাঁদের এই প্রস্তাবে সরাসরি সমর্থন করেছে পাকিস্তান। ওই প্রস্তাব তৈরির ক্ষেত্রে গঠনমূলক মতামত দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তাঁরা কেবল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, পাকিস্তান এই চুক্তির (শান্তি প্রস্তাব) উপর পুরোপুরি ভরসা রাখছে।”

ট্রাম্পের এই প্রশংসায় দেশের মধ্যেই অস্বস্তিতে পড়ে শাহবাজ় সরকার। পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিরোধীরা আঙুল তোলে পাক সরকারের দিকে। শুধু তা-ই নয়, শাহবাজ় যে ট্রাম্পের প্রস্তাবে সায় দিয়ে ঠিক করেননি, সেই মতও জোরালো হতে থাকে পাকিস্তানে। অনেকেই দাবি করেন, এ ধরনের পদক্ষেপ ট্রাম্পের কাছে সরাসরি ‘আত্মসমর্পন’ ছাড়া আর কিছু নয়। সেই বিক্ষোভের কারণেই শুক্রবার ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে পাক সরকারের অবস্থান স্পষ্ট করলেন ইশাক।

উল্লেখ্য, ২০ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে। প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কি না, তা দেখার জন্য তৈরি হবে ‘বোর্ড অফ পিস’। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প স্বয়ং।

Advertisement
আরও পড়ুন