Pahalgam Terror Attack

‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাবে ভারত, গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি’! দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

মঙ্গলবার গভীর রাতে আপৎকালীন সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৪২
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। —ফাইল চিত্র।

২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে ভারত। এমন দাবি করে শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের এক মন্ত্রী। ‘পূর্ণ শক্তি’ দিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই মন্ত্রী।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে (পাকিস্তানের স্থানীয় সময় অনুসারে রাত ২টো) আপৎকালীন সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, “আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ভারত যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে।”

ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিলে যাবতীয় ধ্বংস এবং ক্ষয়ক্ষতির জন্য নয়াদিল্লিই দায়ী থাকবে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। খানিক হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, “যে কোনও উপায়ে পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।”

প্রসঙ্গত, মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে ফোন-কথোপকথনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও জানিয়েছিলেন যে, পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তার জবাব দেওয়া হবে। প্রকারান্তরে তিনি ভারতের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন