Pakistan on Gaza

গাজ়ায় শান্তি ফেরানোর আন্তর্জাতিক গোষ্ঠীতে পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, দাবি ইসলামাবাদের

গত বছরের অক্টোবরে মিশরে বসেছিল ‘গাজ়া শান্তি সম্মেলন’। সেখানে আমন্ত্রিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে মোদী ওই সময়ে মিশর সফরে যাননি। পরিবর্তে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে মিশরে পাঠানো হয় মোদীর দূত হিসাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৩
গত বছরের অক্টোবের মিশরে আয়োজিত ‘গাজ়া শান্তি সম্মেলন’-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শাহবাজ় শরিফ।

গত বছরের অক্টোবের মিশরে আয়োজিত ‘গাজ়া শান্তি সম্মেলন’-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ‘বোর্ড অফ পিস’ গঠন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই নিজেকে এই আন্তর্জাতিক মঞ্চের প্রধান বলে ঘোষণা করেছেন। এ বার সেই মঞ্চে পাকিস্তানকেও যুক্ত করতে চাইছে আমেরিকা। এই মর্মে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে আমন্ত্রণও পাঠিয়েছেন ট্রাম্প। এমনটাই দাবি করছে ইসলামাবাদ।

Advertisement

‘নিউ ইয়র্ক টাইম্‌স’ শনিবার জানায়, বেশ কিছু দেশের রাষ্ট্রনেতাকে এই বোর্ডের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। আর্জেন্টিনা, কানাডা, মিশর এবং তুরস্ক— এই চার দেশ আগেই দাবি করেছে তাদের কাছে ট্রাম্পের আমন্ত্রণ এসেছে। এ বার সেই একই দাবি করল ইসলামাবাদও। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি রবিবার জানান, ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার বিষয়ে পাকিস্তান একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছে। তিনি আরও বলেন, “গাজ়ায় শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে পাকিস্তান। রাষ্ট্রপু‌ঞ্জের প্রস্তাব অনুসারে, প্যালেস্টাইনিদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করবে এই আন্তর্জাতিক উদ্যোগ।” তবে এ বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি তিনি।

গত বছরের অক্টোবরে মিশরে বসেছিল ‘গাজ়া শান্তি সম্মেলন’। সেখানে আমন্ত্রিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে মোদী ওই সময়ে মিশর সফরে যাননি। পরিবর্তে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে মিশরে পাঠানো হয় মোদীর দূত হিসাবে। ওই শান্তি সম্মেলন থেকেও ট্রাম্পের প্রশংসা করেন শাহবাজ়। গত অক্টোবরের ওই শান্তি সম্মেলন থেকে পাক প্রধানমন্ত্রী বলেন, “আজ আবার আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য এই মহান প্রেসিডেন্টকে মনোনীত করতে চাই। কারণ, আমি সত্যিই মনে করি যে তিনি (ট্রাম্প) শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য এবং দুর্দান্ত এক জন প্রার্থী।”

শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, ‘বোর্ড অফ পিস’-এ এমন নেতারা রয়েছেন যাঁদের কূটনীতি, উন্নয়নমূলক কাজ এবং অর্থনীতিতে অভিজ্ঞতা রয়েছে। গাজ়ায় শান্তি ফেরানোর এই আন্তর্জাতিক উদ্যোগে প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন