India-Pakistan Tensions

‘ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন’, পশ্চিম এশিয়ার ‘বন্ধুরাষ্ট্রে’ ধন্যবাদ জানাতে যাচ্ছেন শাহবাজ়

পহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে দৌত্য চালাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। পাল্টা কয়েকটি দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তানও। কয়েক দিন আগে চার ‘বন্ধুরাষ্ট্রে’ গিয়েছিলেন শাহবাজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:১৯
শাহবাজ় শরিফ।

শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

সরকারি সফরে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় খান। সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক ভারত-পাক সংঘাতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করার জন্য আমিরশাহি প্রশাসনকে ধন্যবাদ জানাতে সে দেশে যাচ্ছেন শাহবাজ়।

Advertisement

শাহবাজ়ের সঙ্গেই আমিরশাহি যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। পাক প্রতিনিধিদলে রয়েছেন আরও কয়েক জন মন্ত্রীও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমিরশাহি গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিম জ়ায়েদ আল নেহানের সঙ্গে সাক্ষাৎ করবেন শাহবাজ়। বৈঠক করবেন আমিরশাহির আরও কয়েক জন প্রথম সারির নেতাদের সঙ্গে। এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী ইসলামাবাদ।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে আন্তর্জাতিক স্তরে দৌত্য চালাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। পাল্টা কয়েকটি দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তানও। কয়েক দিন আগে চার ‘বন্ধুরাষ্ট্রে’ গিয়েছিলেন শাহবাজ়। সেই দেশগুলির মধ্যে ছিল তুরস্ক, আজ়ারবাইজানও। এই দুই দেশের বিরুদ্ধেই ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে ‘সমর্থন’ করেছে বলে অভিযোগ ওঠে। আমিরশাহির সঙ্গে অবশ্য ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মসৃণ। তবে পশ্চিম এশিয়ার এই দেশে গিয়ে পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন