California Plane Crash

ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল বিমান! অন্তত ১৫টি বাড়িতে আগুন, দুমড়ে গেল বহু গাড়ি

ক্যালিফর্নিয়ার স্যান দিয়েগোতে একটি ছোট আকারের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বৃহস্পতিবার। বিমানটি রাস্তার উপর ভেঙে পড়েছে। আগুন লেগে গিয়েছে অন্তত ১৫টি বাড়িতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ২১:১৮
ক্যালিফর্নিয়ায় দুর্ঘটনার কবলে ছোট আকারের বিমান।

ক্যালিফর্নিয়ায় দুর্ঘটনার কবলে ছোট আকারের বিমান। ছবি: রয়টার্স।

আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা। ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান। ছোট আকারের অসামরিক ওই বিমানটি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিমান দুর্ঘটনার ফলে স্যান দিয়েগোর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে গিয়েছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে বসতবাড়িগুলির। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

Advertisement

দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান দিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনও ধ্বংসাবশেষ দেখতে পেলেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, ‘‘বিমানের জ্বালানি চারদিকে ছড়িয়ে আছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, এই অঞ্চলের বাড়িগুলিতে তল্লাশি চালানো এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। আপাতত সেই কাজ চলছে।’’ অনেক বাড়ির সঙ্গে বিমানটির সরাসরি সংঘর্ষ হয়েছে বলেও মেনে নিয়েছেন কর্তৃপক্ষ।

ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবৃতি দিয়ে জানিয়েছে, স্যান দিয়েগোর কাছে মন্টগোমেরি-গিব্‌স এগ্‌জ়িকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেস্‌না৫৫০ বিমানটি। তার ভিতরে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে আচমকা বিমানটি ভেঙে পড়ল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন