Nuclear Proliferation

‘পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছি আলাস্কায়’, বললেন ট্রাম্প

আমেরিকা এবং রাশিয়া দু’দেশই পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দায়বদ্ধ বলে দাবি করে ট্রাম্প বলেন, ‘‘পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চিনকেও শামিল করা হবে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২৩:২৬
(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকে পরমাণু অস্ত্র প্রসাররোধের প্রসঙ্গ এসেছে। মঙ্গলবার এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধের শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।’’

Advertisement

আমেরিকা এবং রাশিয়া দু’দেশই পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দায়বদ্ধ বলে দাবি করে ট্রাম্প বলেন, ‘‘পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চিনকেও শামিল করা হবে। আমাদের সকলের হাতেই খুব বেশি পরমাণ পরমাণু অস্ত্র রয়েছে।’’ প্রসঙ্গত, গত ১৫ অগস্ট আলাস্কার অ্যাঙ্কোরেজ় শহরের অদূরে মার্কিন সেনাঘাঁটি ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। লক্ষ্য ছিল, ইউক্রেনে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা। কিন্তু দুই রাষ্ট্রনেতার তিন ঘণ্টার বৈঠকে সাড়ে তিন বছরের ইউক্রেন যুদ্ধের বিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

এর পরে গত ১৮ অগস্ট হোয়াইট হাউসে ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। ওভাল অফিসে ওই বৈঠকের পরে তিনি ফোনে পুতিনের সঙ্গেও কথা বলেছিলেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, পরবর্তী পর্যায়ে মুখোমুখি বৈঠকে বসবেন রুশ এবং ইউক্রেন প্রেসিডেন্ট। কিন্তু ইতিমধ্যেই ক্রেমলিন জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে দুই রাষ্ট্রনেতার কোনও আলোচনা হবে না। পুতিন কেন জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চান না, সে বিষয়েও মঙ্গলবার আলোকপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মন্তব্য, ‘‘তিনি (পুতিন) তাঁকে (জ়েলেনস্কি) পছন্দ করেন না।’’

Advertisement
আরও পড়ুন