Russia-China Relation

‘নব্য নাৎসিবাদ রুখতে চিনের পাশে রাশিয়া’, জিনপিঙের সঙ্গে বৈঠকে বার্তা পুতিনের, নিশানায় ট্রাম্প?

পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবারই মস্কোয় পৌঁছোন জিনপিং। এর পরে ক্রেমলিনে দুই রাষ্ট্রনেতা প্রতিনিধি স্তরের বৈঠকে যোগ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:১৬
Vladimir Putin says, Russia stands with China against neo-Nazism

বৃহস্পতিবার মস্কোয় শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স।

নব্য নাৎসিদের রুখতে চিনের পাশে দাঁড়াবে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোয় চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চিনের শুল্কযুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্টের ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে।

Advertisement

শুক্রবার মস্কোয় আয়োজিত ৮০তম বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের এই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে ৯ মে উৎসব পালিত হয়। মস্কোর রেড স্কোয়ারে হয় সামরিক কুচকাওয়াজ।

পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবারই মস্কোয় পৌঁছোন জিনপিং। এর পরে ক্রেমলিনে দুই রাষ্ট্রনেতা প্রতিনিধি স্তরের বৈঠকে যোগ দেন। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৌশলগত সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে করেছেন ১৪৫ শতাংশ। তার জবাবে আমেরিকার পণ্যে ১২৫ শতাংশ ‘প্রতিশোধমূলক শুল্ক’ বসিয়েছে চিন। এর জেরে ওয়াশিংটন-বেজিং সম্পর্কে নতুন টানাপড়েন তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন