US Iran Conflict

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর! যে কোনও হামলাতেই কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল তেহরান, যুদ্ধের প্রস্তুতি?

ইরানের উপর ছোট-বড় যে কোনও হামলা যুদ্ধ হিসাবে দেখা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের এক আধিকারিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:০৭
পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর।

পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন, বিরাট মার্কিন নৌবহর এগোচ্ছে পশ্চিম এশিয়ার দিকে। এ বার তেহরান পাল্টা দাবি করল, তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট-বড় যে কোনও হামলা যুদ্ধ হিসাবে দেখা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ইরানের এক আধিকারিক। তাঁর দাবি, সামান্যতম কোনও হামলাকেও আর সংযমের দ্বারা বিবেচনা করা হবে না।

Advertisement

বৃহস্পতিবার দাভোস থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘‘ওই দিকে (পশ্চিম এশিয়ার দিকে) আমাদের অনেক যুদ্ধজাহাজ যাচ্ছে। যদি হঠাৎ করে দরকার পড়ে, তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের (ইরানকে) খুব নিবিড় ভাবে নজরে রেখেছি। আমাদের আর্মাডা সে দিকে যাচ্ছে। হয়তো আমাদের সেটা ব্যবহার করতে হবে না।’’ ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের ওই আধিকারিক বলেছেন, ‘‘আমরা আশা করি, আমেরিকার এই সামরিক প্রস্তুতির নেপথ্যে প্রত্যক্ষ সংগ্রামের কোনও উদ্দেশ্য নেই। তবে আমাদের সেনা খারাপ পরিস্থিতির জন্যেও তৈরি আছে। সেই কারণেই ইরানে এখন সব হাই অ্যালার্টে রয়েছে।’’

যুদ্ধের জন্যই প্রস্তুত হচ্ছে ইরান, দাবি ওই আধিকারিকের। তিনি বলেছেন, ‘‘এ বার আমরা যে কোনও হামলাকে, তা সে অল্প হোক বেশি হোক, অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসাবেই বিবেচনা করব। তার কঠোরতম জবাবও দেব। ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে, আমরা প্রত্যাঘাত করবই।’’ তবে ইরান ঠিক কী ধরনের হামলার জন্য প্রস্তুত হচ্ছে, পরিবর্তে কী ধরনের প্রত্যাঘাতের পরিকল্পনা রয়েছে, তা আর খোলসা করেননি ওই আধিকারিক। তেহরানের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেছেন, ‘‘আমেরিকার কাছ থেকে অনবরত সামরিক হুমকি পায় যে দেশ, তাদের সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। তাদের হাতে যা কিছু রয়েছে, সব ব্যবহার করতে হয় দেশ বাঁচাতে।’’

এর আগেও পশ্চিম এশিয়ায় যে কোনও উত্তেজনার পরিস্থিতিতে আমেরিকা সেনা পাঠিয়েছে। ধারাবাহিক ভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনের অধিকাংশ পদক্ষেপই ছিল রক্ষণশীল। তবে গত বছর ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে আমেরিকা সরাসরি হামলা চালিয়েছিল। মার্কিন-ইরান সংঘাতে ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

Advertisement
আরও পড়ুন