New Town Alpana

শারদোৎসব শেষ হলেও এখনও চর্চা চলছে ৫০০ ফুটের এআই-আলপনা নিয়ে!

নিউ টাউনের রাস্তায় বিরাট এই আলপনা আঁকা হয়েছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:২২
Share:
০১ ১০

শারদোৎসব শেষ হলেও তার রেশ এখনও যায়নি। সদ্য শেষ হওয়া এ বারের দুর্গাপুজোর নানা স্মৃতি নিয়ে আলোচনা চলছেই। যার মধ্যে অন্যতম - ৫০০ ফুটের আলপনা!

০২ ১০

এ বছর দুর্গাপুজো উপলক্ষে ৫০০ ফুট লম্বা এই আলপনা দেওয়া হয়েছিল কলকাতা লাগোয়া নিউ টাউনের রাস্তায়।

Advertisement
০৩ ১০

এই আলপনার বিরাট আকার যেমন সকলের নজর কেড়েছিল, তেমনই আলোচনায় উঠে এসেছিল এর পরিকল্পনা ও বাস্তবায়নের প্রক্রিয়া।

০৪ ১০

এই আলপনার নকশা তৈরি করা হয়েছিল অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মাধ্যমে।

০৫ ১০

প্রযুক্তির সহায়তা নিয়ে এই আলপনার নকশনা তৈরির কাজে যুক্ত ছিলেন শিল্পী শুভ্রনীল নাথ।

০৬ ১০

সংবাদমাধ্যমে শিল্পী জানিয়েছেন, এই বিষয়টির জন্য শুধুমাত্র প্রশিক্ষণ নিতেই ৮ থেকে ১০ দিন সময় লেগেছে।

০৭ ১০

নকশা তৈরি থেকে তা বাস্তবে ফুটিয়ে তোলা - পুরো প্রক্রিয়াটি শেষ করতে মোট ১৮ থেকে ১৯ দিন সময় লেগেছে।

০৮ ১০

নিউ টাউনের রাস্তায় প্রযুক্তি-নির্ভর নকশায় আলপনাটি এঁকেছেন শিল্পী অনিন্দিতা দেব ও তাঁর দলের সদস্যরা। সময় লেগেছে ৫ দিন।

০৯ ১০

শিল্পী সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই কাজে তাঁদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস।

১০ ১০

এ ছাড়া, আলপনার নকশা এআই-নির্মিত হওয়ায় তা রূপায়ণ করতে গিয়ে কিছু টেকনিক্যাল প্রতিবন্ধকতাও তৈরি হয়। যদিও শেষমেষ নির্ধারিত সময়েই কাজ শেষ হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement