Automobiles

বৃষ্টিতে কেমন ভাবে গাড়ি চালালে থাকবেন সুরক্ষিত, জেনে নিন

এমন সব টিপস যা পিচ্ছিল রাস্তাতেও সুরক্ষিত রাখবে আপনাকে।

Advertisement

জয়দীপ সূর

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১৮:৪৭
Share:

পুজো গিয়েছে মাত্র কয়েক দিন হল। পুজোয় বৃষ্টি বেশ ভালই ভুগিয়েছে। এখন বরুণদেব বিদায় নিলেও কবে কোথায় তাঁর আগমন হবে, সে কথা তো বড় আগে বোঝা যায় না। তবে, বৃষ্টির মধ্যেও যাঁরা লং ড্রাইভে যান বা যাবেন বলে ভাবছেন, তাঁদের জন্য রইল কিছু সহজ টিপস। এমন সব টিপস যা পিচ্ছিল রাস্তাতেও সুরক্ষিত রাখবে আপনাকে।

Advertisement

দূরত্ব বজায় রাখুন

আপনি নিশ্চয়ই জানেন, ভেজা রাস্তায় দু’টি চলন্ত গাড়ির মধ্যে যে ন্যূনতম দূরত্ব রাখা উচিত, তা বেড়ে যায়। রাস্তায় যদি ট্রাফিক বেশি থাকে তা হলে ২০-২৫ কিমি প্রতি ঘণ্টার বেশি গতি না রাখাই ভাল। দু’টি গাড়ির মধ্যে ২৫-৩০ মিটারের দূরত্ব রাখা উচিত। বৃষ্টিতে দৃশ্যমান্যতা কমে যায়। তাই এই নিয়মগুলি মেনে চললে সুবিধা হবে আপনারই।

Advertisement

হঠাৎ ব্রেক বা অ্যাক্সেলারেশন, কোনওটাই নয়

বর্ষায় বাধা বিঘ্নহীন গাড়ি চালানোই শ্রেয়। তাই হঠাৎ ব্রেক কষা বা দ্রুত গতি বাড়িয়ে নেওয়া, কোনওটাই উচিত নয়। খুব স্বাভাবিক ভাবে ধীরে ধীরে এই কাজ করাটাই ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে ব্রেক কষলে বিপদ ঘটতে পারে ভেজা রাস্তায়। গাড়ির গতি অল্প রাখলে দ্রুত ব্রেক দেওয়ার প্রয়োজনও কমে যায়।

বৃষ্টিতে যদি দূরের দৃষ্টি কমে যায়, হেডলাইট জ্বালুন

লং ড্রাইভে যাওয়ার আগে গাড়ির সব লাইট ঠিকমতো কাজ করছে কিনা দেখে নিন। কারণ বৃষ্টির দিনে মাঝরাস্তায় হঠাৎ যদি দৃশ্যমান্যতা কমে যায় তা হলে দরকার পড়বে হেডলাইটের। জ্বালিয়ে নিন দুই পাশের হাজার্ড লাইট, যা আপনার পিছনের গাড়িগুলিকে সতর্ক করবে কুয়াশা বা বৃষ্টিতে।

আরও পড়ুন: স্কোডার ৮৫ বছর পূর্তিতে 'ইন্ডিয়া ২.০' নিয়ে এল ফোক্সভাগেন!

প্রয়োজন পড়লে অপেক্ষা করুন

হাইওয়েতে থাকার সময় হঠাৎ চলে এল ভারী বৃষ্টি। আপনার সামনের পথের দৃশ্যমান্যতা কমতে শুরু করল। এমন পরিস্থিতিতে সব চেয়ে ভাল হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখে হাজার্ড আলো জ্বেলে দেওয়া। যাতে আপনি যে দাঁড়িয়ে আছেন তা আপনার পিছনের গাড়ির বুঝতে সুবিধা হয়। প্রচণ্ড বৃষ্টিতে যখন সব ঝাপসা হয়ে গিয়েছে আপনার সামনে, ওয়াইপারও হার মেনেছে, তখন খানিকক্ষণ অপেক্ষা করাই ভাল।

এড়িয়ে চলুন পথের মাঝের গর্ত

রাস্তার মাঝে বা ধারে জল জমে থাকলে চেষ্টা করুন তা এড়িয়ে যাওয়ার। আপনি জানেন না ওই গর্ত কত গভীর। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সামান্য একটা গর্ত থেকে। ক্ষতি করতে পারে আপনার গাড়িরও।

পিছনের গাড়িকে এগিয়ে যেতে দিন

প্রচণ্ড বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে পড়তেই পারেন লং ড্রাইভে বেরিয়ে। হয়তো জল বইতে শুরু করেছে রাস্তায়। আপনি দ্বিধাগ্রস্ত, কী করবেন বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ পিছনের গাড়িকে এগিয়ে যেতে দেওয়া। তার দেখানো পথ ধরে আপনি এগিয়ে চলুন। তবে খেয়াল রাখবেন জল যেন এক্সহস্ট পাইপের নীচে থাকে।

আরও পড়ুন: মহিন্দ্রা নিয়ে এল তাদের নতুন গাড়ি ‘মারাজ্জো’

গাড়ির ভেতরে কুয়াশা কিন্তু বিপজ্জনক

গাড়ির ভিতর কুয়াশা হলে কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি আপনার গাড়িতে এসি থাকে তা হলে সেটাতে টেম্পারেচার ওয়ার্ম করে দিন। আর বাতাস বেরনোর মুখ করে দিন উইন্ডস্ক্রিনের দিকে। ডিফগার থাকলে তা চালু করে দিন সঙ্গে সঙ্গে। গাড়িতে এসি না থাকলে জানলার কাচ অল্প নামিয়ে দিন। তবে খুব সাবধান, এত কিছু করতে গিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে অসতর্ক হবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন