সংগৃহিত চিত্র
যে মাসে জন্মদিন, সেই মাসেই দুর্গাপুজো। আর উৎসব ভাঙলেই নতুন ছবি মুক্তি। চলতি বছরটা অভিনেতা দিব্যজ্যোতি দত্তের জন্য যেন একটু বেশিই বিশেষ। মঙ্গলবার সকাল থেকেই একের পর এক ফোন। জন্মদিন বলে কথা! অভিনেতার কাছে এটাই নাকি তাঁর ‘ব্যক্তিগত নতুন বছর’। শুভেচ্ছা জানাতে ফোন মারফত পৌঁছে গিয়েছিল আনন্দবাজার ডট কম। কেমন কাটছে সকালটা? দিব্যজ্যোতি বলেন, “জন্মদিনটা আমার কাছে বরাবরই বিশেষ একটা দিন। সকালটা বাড়িতেই ছিলাম। পরে জিমে যাব।” কী পরিকল্পনা এ দিনের? অভিনেতা জানান, এই একই দিনে তাঁর এক বন্ধুরও জন্মদিন। কাজেই তাঁর সঙ্গেই কাটবে কিছুটা সময়।
দিব্যজ্যোতি বলেন, “আলাদা করে বিশেষ কোনও পরিকল্পনা নেই। আগের দিন আমার মা, বাবা আর বোন একটা কেক নিয়ে এসেছিল। রাতের বেলা ওটাই কেটেছি। আরও একটা নতুন বছর। চেষ্টা করব মাথা ঠান্ডা রেখে সবকিছু করার। কিন্তু আর পাঁচটা দিনের মতোই আজকের দিনটা কাটাব। এমনকি জন্মদিনেও আমি নিরামিষ।”
এ দিনেও কি শুটিংয়ে মগ্ন দিব্যজ্যোতি? অভিনেতা বলেন, “আসলে সদ্যই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আমার পর্ব শেষ হয়েছে। আজকে বাড়িতেই আছি।”
এই প্রসঙ্গ ধরেই বলা যায়, দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছে তাঁর চরিত্র ‘সূর্য’। তবে এ বার তাঁর পথচলা শেষ। ধারাবাহিকে এখন নতুন মোড়, কেমন অনুভূতি অভিনেতার? তিনি বলেন, “দীর্ঘ দিনের একটা প্রজেক্ট। এই ধারাবাহিকের সঙ্গে একটা ভালবাসা তৈরি হয়ে গিয়েছে। ‘সূর্য’র সফর এই পর্যন্তই ছিল। কাজেই একটা দুঃখ তো রয়েছেই। যতই বলি ভাল লাগছে। কিন্তু আমিই জানি ‘সূর্য’কে হারিয়ে আমার ভিতরে কী কাটাছেঁড়া চলছে। দর্শকদের জন্য যতই বলব, কম বলা হবে।” দিব্যজ্যোতি জানান, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক চলাকালীন এই নিয়ে চারটে জন্মদিন পালন করা হয়ে গিয়েছে তাঁর। তিনি বলেন, “আমি চাইব এই ভাবেই ধারাবাহিক চলতে থাকুক। আরও চার বছর কাটিয়ে নিক ভাল করে।”
বছরভর বেশ ব্যস্ততাও রয়েছে অভিনেতার। চলতি বছরই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। অভিনেতার কথায়, “অনুভূতি তো খুবই ভাল। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবকিছুই যেন ভালয় ভালয় হয়। প্রতি বছরই আমার কাছে শুভ।”
সামনেই তো পুজো। পরিকল্পনা কত দূর? অভিনেতার সোজা জবাব, “আমার কোনও পরিকল্পনা হয়নি। কেনাকাটাও অসম্পূর্ণ। পুজোর সময়টা কাজ থেকে ছুটিই থাকে। এই দিনগুলি পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটাই। প্রতি বছর ওটাই নিয়ম।”
ছেলেবেলার কথা মনে পড়ে? দিব্যজ্যোতি বলেন, “আমার সব সময়তেই ছোটবেলার কথা মনে পড়ে। প্রতিটা জন্মদিনই আমার ভাল কেটেছে।” এই বছর দেবী দুর্গার থেকে কী চাইবেন তিনি? যদিও ‘মা’-এর কাছে কী চাইলেন, তা এখনই খোলসা করতে ইচ্ছুক না হলেও অভিনেতার একটাই বক্তব্য, “কর্মে অধিকার আছে, আমি যেন সেটাই মন দিয়ে করে যেতে পারি।”
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।