Celebrity Durga Puja Celebration

এ বারের পুজোতে আছে এক্সাইটমেন্ট : রাজনন্দিনী

অভিনেত্রী হিসেবে এটাই প্রথম পুজো রাজনন্দিনীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৫
Share:

অভিষেক সাহা পরিচালিত ‘উড়নচণ্ডী’ দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী। আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক যে ছিল রাজা’। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাজনন্দিনী। তবে মায়ের পরিচয়ে নয়, নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চান তিনি।

Advertisement

অভিনেত্রী হিসেবে এটাই প্রথম পুজো রাজনন্দিনীর। ইতিমধ্যেই প্রশংসিত তাঁর অভিনয়। তবে পুজো মানেই রাজনন্দিনীর কাছে বন্ধুরা…।

রাজনন্দিনীর কথায়, ‘‘পুজো মানেই আমার জন্য বন্ধু। স্কুলের বন্ধু। যারা অন্য শহরে বা বিদেশে পড়তে গিয়েছে তারা ফিরে আসে এ সময়। আমাদের জন্য এটা প্রায় স্কুল রিইউনিয়নের মতো। যদিও মাত্র এক বছর হয়েছে পাস আউট করেছি আমি। কিন্তু মনে হয় কত বছর দেখিনি ওদের…।’’

Advertisement

আরও পড়ুন: দ্বিতীয় বার মা হলাম নবমীর দিন: বিদীপ্তা​

আরও পড়ুন: ছোটবেলায় পুজোর প্রেম প্রচুর হয়েছে, নায়িকা হওয়ার পর…​

পুজোতে মাকে কিছুটা মিস করেন রাজনন্দিনী। কারণ ইন্দ্রাণী ব্যস্ত থাকেন তাঁর নাচের অনুষ্ঠান নিয়ে। নায়িকা বললেন, ‘‘বাবা থাকে পুজোয়। কিন্তু মাকে খুব একটা পুজোতে পাই না। কারণ মায়ের নাচের শো থাকে। কখনও দিল্লি, কখনও মুম্বই, কখনও ইউএসএ। মাকে একটু মিস করি পুজোর দিনগুলো। আর তা ছাড়া পুজোর সময় দিদা-দাদু আসে আমাদের সঙ্গে থাকতে।’’

তবে এই বছরের পুজো রাজনন্দিনী কাছে খুবই স্পেশ্যাল। কারণ এ বারই পুজোতে মুক্তি পাবে তাঁর সিনেমা। রাজনন্দিনী শেয়ার করলেন, ‘‘ওভারঅল পুজোতে আমার প্ল্যান মানে এনজয়, হ্যাভ লটস অব ফান। বন্ধুদের সঙ্গে বেরনো। খাওয়াদাওয়া, নাচ, গান করা। কিন্ত এ বার পুজোতে ‘এক যে ছিল রাজা’ আসছে, আমার ছবি। সেটা নিয়ে খুব এক্সাইটেড। অন্যরকমের একটা এক্সাইটমেন্ট, প্লাস প্রেশার আছে।’’

ভিডিয়ো: অজয় রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন