Celebrity Durga Puja Celebration

আজকের পর আসছে বছর আবার হবে

আশা করছি প্রত্যেকে খুব আনন্দ করেছেন এই পুজোতে। মনে যদি কোনও বাসনা থেকে থাকে সেটাকে পূর্ণ করে ফেলুন আজ রাতেই।

Advertisement

সায়নী ঘোষ

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১০:০০
Share:

সায়নী ঘোষ।

নবমীর শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। পুজো দেখতে দেখতে প্রায় শেষ। অদ্যই শেষ রজনী। লাস্ট তিন দিন প্রচুর আনন্দ করেছি। এখনও দুটো দিন বাকি আছে। তবে পুজো মূলত আজই শেষ। তাই মনে একটু দুঃখও রয়েছে।

Advertisement

আশা করছি প্রত্যেকে খুব আনন্দ করেছেন এই পুজোতে। মনে যদি কোনও বাসনা থেকে থাকে সেটাকে পূর্ণ করে ফেলুন আজ রাতেই। কারণ এর পর কিন্তু আসছে বছর আবার হবে।

পুজোতে আমি খুব আনন্দ করলাম বন্ধুদের সঙ্গে। ঘুরেছি, খেয়েছি, হাউজ পার্টি হয়েছে প্রচুর। তার সঙ্গে ট্রাফিকেও বহুবার আটকেছি। কিন্তু তা সত্বেও উদ্দীপনা কমেনি। আমি শিওর আপনাদেরও কমবে না।

Advertisement

আরও পড়ুন: অষ্টমীতে আমি কোন প্যান্ডেলে থাকছি জানেন?

মহানবমীর রাতে পুজোর শেষ প্রান্তে এসে চুটিয়ে আনন্দ করুন। বাকি দু’দিনের জন্য রইল শুভেচ্ছা। ভাল থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement