কেবল মুম্বই নয়, ‘সিটি অব জয়’-এও এবার গণেশ পুজো নিয়ে আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে। আর সেই উচ্ছ্বাস, আবেগে ভেসেছেন বাংলার তারকারাও। দেব, দিতিপ্রিয়া রায়-সহ কে কে এদিন গণেশ বন্দনা করলেন?
বাবাকে নিয়ে গণেশ পুজো করলেন দেব।
যশ দাশগুপ্তর বাড়িতে সাড়ম্বরে পালিত হল গণেশ পুজো।
রাজ চক্রবর্তী গণেশ পুজোর দিনই শুভ মহরত সারলেন তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর। সঙ্গে ছিলেন তাঁর বেটার হাফ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
গৃহপ্রবেশের 'শুভলক্ষ্মী' ওরফে উষসী রায়কেও এদিন পুজোর পর বাপ্পার সঙ্গে ছবি ভাগ করে নিতে দেখা যায়।
'জগদ্ধাত্রী'র হাতে গণেশ! অঙ্কিতা মল্লিককেও এদিন গণেশ পুজো করতে দেখা যায়।
বর্তমানে চর্চায় থাকা সুস্মিতা আচার্যকেও গণেশের আরাধনা করতে দেখা যায়।
দিতিপ্রিয়া রায়কে এদিন মারাঠি স্টাইলে শাড়ি পরে গণেশ বন্দনা করতে দেখা যায়।
ছিমছাম সাজে বাড়িকে সাজিয়ে গণপতির পুজো করলেন অনন্যা গুহ।
গোটা পরিবারকে নিয়ে সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছিলেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
বিনোদিনী পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও মোদক সহযোগে পুজো করলেন সিদ্ধিদাতার।
গণেশ বন্দনায় মাতলেন অপরাজিতা।
লাল পেড়ে সাদা শাড়ি পরে গজাননের পুজো করলেন প্রিয়াঙ্কা। 'বাপ্পা'র সঙ্গে পোস্ট করলেন ছবি।
দিদাকে ছাড়া প্রথম গণেশ পুজো, বড় করে না হলেও আয়োজনে কোনও ত্রুটি রাখেননি রণিতা। সাদা লাল পাড় শাড়ি পরে 'গোনু'র পুজো করলেন তিনি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)