EYE LINER

পুজোর সময় এই ক’টি নিয়ম মেনে চলুন, কাজল-আইলাইনার স্মাজ করবে না কিছুতেই

কাজল-আইলাইনার পরার আগে কিছু নিয়ম মানলেই স্মাজের ভয় আর থাকবে না। আসুন জেনে নিন কী কী করলে তা সম্ভব ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২০
Share:

আইলাইনার পরার আগে কিছু নিয়ম মানলেই স্মাজের ভয় আর থাকবে না।

পুজোর সময় বেশ ভারী মেক আপ করে বেড়িয়েছে অথচ ঘণ্টা দুই-তিনেকের মধ্যেই আপনার কাজল স্মাজ করে নেমে এসেছে চোখের তলায়। এই সমস্যা আপনার একার নয়। ঘামে গলে যাওয়া মেক আপের সমস্যার সম্মুখীন হন প্রায় সব মেয়েরাই। তবে পুজোর সময় ভারী মেক আপ আর ভ্যাপসা গরম এই সমস্যা আরও বাড়িয়ে তোলে।

Advertisement

এই সমস্যা ঠেকাতে বেশ খরচ করে স্মাজ প্রুফ কাজল বা লাইনার কিনতে হয়। কিন্তু তাতেও সমস্যা মেটে কি? নামীদামি সংস্থার কাজল বা আইলাইনার কিনলেও যে সব সময় স্মাজ হওয়া আটকানো যায়, এমনটা একেবারেই নয়। দশ-বারো ঘন্টা কাজল বা আইলাইনার ঘাঁটবে না— এমন প্রতিশ্রুতি অনেক সংস্থা দিলেও, কিন্তু খুব দামি কিছু প্রসাধনী ছাড়া একটা সময়ের পর ঘেঁটে যায় প্রায় সব কাজল আইলাইনার।

এ ছাড়া যে সব দামি কাজল বা আইলাইনার একেবারেই ঘাঁটে না, তাতে মিশে থাকে নানা ক্ষতিকর রাসায়নিক, যা ত্বকের জন্য ভাল নয়। কাজল-আইলাইনার পরার আগে কিছু নিয়ম মানলেই স্মাজের ভয় আর থাকবে না। আসুন জেনে নিন কী কী করলে তা সম্ভব ?

Advertisement

আরও পড়ুন: পুজোয় নতুন কোন ফেসিয়াল? আপনার ত্বকের জন্য কোনটা সেরা...

আরও পড়ুন: পুজোর ভিড়ে গরমে মেক আপ ঘাঁটার ভয়? এই জাদুতেই ধরে রাখুন সাজগোজ!

  • কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এটি চোখের চারপাশে অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়।

  • সাজগোজের ঘণ্টাখানেক আগে একটু বরফের কুচি কোনও সুতির কাপড়ে মুড়ে চোখের চারপাশে চেপে মাসাজ করুন। তার পর কাজল বা আইলাইনার ব্যবহার করুন।

  • চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার পরুন, তাতে স্মাজ হওয়ার ভয় থাকে না।

  • কাজল বা আইলাইনার পরার পর চোখটি ভাল করে শুকাতে দিন। সব সময় ওয়াটার প্রুফ কাজল বা আইলাইনার ব্যবহার করুন।

  • কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা সরে যায় ফলে আইলাইনার বেশি ক্ষণ টিকে থাকে।

কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এটি চোখের চারপাশে অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়।

সাজগোজের ঘণ্টাখানেক আগে একটু বরফের কুচি কোনও সুতির কাপড়ে মুড়ে চোখের চারপাশে চেপে মাসাজ করুন। তার পর কাজল বা আইলাইনার ব্যবহার করুন।

চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার পরুন, তাতে স্মাজ হওয়ার ভয় থাকে না।

কাজল বা আইলাইনার পরার পর চোখটি ভাল করে শুকাতে দিন। সব সময় ওয়াটার প্রুফ কাজল বা আইলাইনার ব্যবহার করুন।

কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা সরে যায় ফলে আইলাইনার বেশি ক্ষণ টিকে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন