Pujo Ready

নতুন সাজে পুজো রেডি হয়ে উঠুন বাজার কলকাতার চোখ ধাঁধানো কালেকশনে! ঠিক অঙ্কুশ আর ঐন্দ্রিলার মত করে!

পুজোর রং লেগেছে আকাশ জুড়ে! বাদ্যি বেজেছে মনে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা... মা আসছেন! এখন নতুন করে সেজে ওঠার পালা, বাজার কলকাতার আকর্ষণীয় সম্ভারে !

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:১১
Share:
০১ ১০

পুজো মানে ছুটি ছুটি, পুজো মানে কাশের বনে হাওয়ার দোলা। পুজো মানেই নতুন জামা, ঢাকের তালে সিঁদুর খেলা। উৎসবের দিন গুলো রঙিন হয়ে উঠুক সকলের।

০২ ১০

ষষ্ঠীতে শুভারম্ভ: ষষ্ঠী মানেই পুজো শুরু, সঙ্গে নতুন জামা, নতুন লুকের পালা।

Advertisement
০৩ ১০

এই পুজোয় প্রতি লুক হোক নজরকাড়া। পিচ রঙের টি শার্ট, ডেনিম জিন্স আর সাদা স্নিকার্স দিয়ে হোক পুজোর শুরু...

০৪ ১০

সপ্তমীতে সুসজ্জিতা: সপ্তমীতে শিউলির গন্ধ আর ঢাকের আওয়াজে মনে বেজে উঠুক সাজ সাজ রব!

০৫ ১০

উৎসবের এই মেজাজে সেজে উঠুন বাজার কলকাতার এথনিক কালেকশনে। হালকা রঙের সালোয়ার সঙ্গে খোলা চুলে, কানের লম্বা দুলে তাক লাগিয়ে দিন সপ্তমীতে!

০৬ ১০

অষ্টমীতে অপরূপ: অষ্টমীর সকাল মানেই অঞ্জলি আর মায়ের ভোগ, তাই সাজ হোক সাবেকি!

০৭ ১০

নীল রঙের সুতির কুর্তির সঙ্গে হালকা ‘নো-মেকআপ’ লুক হৃদয়ে ঝড় তুলুক। যুগলবন্দিতে থাকুক হলুদ পাঞ্জাবি। মেতে উঠুক উৎসবের মুহূর্তগুলো।

০৮ ১০

নবমীতে নজরকাড়া: নবমীতে তাক লাগিয়ে দিন নিজস্ব স্টাইলে, বাজার কলকাতার কালেকশনে।

০৯ ১০

লং ড্রেস আর হাওয়াইন প্রিন্টেড শার্টে জমে উঠুক আপনাদের যুগলবন্দি। লং ড্রেসের সঙ্গে সাজ হবে ছিমছাম, পায়ে থাকবে সাদা স্নিকার্স। ঠাকুর দেখার পরে পার্টি হোক জমকালো !

১০ ১০

দশমীতে দর্শনীয়া: শেষটা ভাল হোক, বিসর্জনের সুরে থাক 'আসছে বছর আবার হবে'র আনন্দ। দশমী জমে উঠুক বাজার কলকাতার ওয়েসটার্ন কালেকশনে। লাল ড্রেস, কালো বেল্ট আর হাই হিল আপনার হয়ে কথা বলুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement