‘অপরূপা’ গানে, পা মেলালেন কলকাতার বিভিন্ন আবাসনের আবাসিকরা
পুজো শেষ, ঢাকের শব্দ মিলিয়ে গেছে দূরে, তবু শহরজুড়ে রয়ে গেছে সেই উৎসবের উচ্ছ্বাস। দুর্গাপুজো শুধু চারদিনের আনন্দ নয়, এটা বাঙালির আবেগ, সংস্কৃতি আর সৌন্দর্যবোধের প্রতিফলন।
আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা—সবেতেই ছিল সৃজনের ছোঁয়া।
থিম আর সাবেকির মেলবন্ধনে সেজে উঠেছিল গোটা বাংলা, যেন প্রতিটি পুজো বলছে—ঐতিহ্য আর আধুনিকতা একসঙ্গে চলতে পারে হাত ধরাধরি করে।
নতুনত্বের সঙ্গে ঐতিহ্যের এই মেলবন্ধনেই ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ নিয়ে এসেছে তাদের দুর্গাপুজো কালেকশন ‘অপরূপা’—যেখানে আধুনিক নকশার সঙ্গে মিলেছে সাবেকির শৈলী।
‘অপরূপা’-র তালে তালে মেতেছেন আবাসনের সবাই।
গত বছরের মতো এইবারেও পুজোর আগেই এই ‘অপরূপা’ কালেকশনকে ঘিরে প্রকাশিত হয়েছে একটি আকর্ষণীয় মিউজ়িক ভিডিয়ো, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ভিডিয়োটির গান ও হুক স্টেপ এখন রিলের জগতের দুনিয়ার নতুন ট্রেন্ড—নাচে মাতছেন সাধারণ মানুষ থেকে ইন্সফ্লুয়েন্সার, সকলেই।
সকলে পা মেলাচ্ছেন ‘অপরূপা’-র হুক স্টেপে।
এই জনপ্রিয়তাকে আরও রঙিন করে তুলতে আনন্দবাজার ডট কম পৌঁছে গিয়েছিল শহরের নানা আবাসনে। আয়োজিত হয়েছিল চমকপ্রদ ফ্ল্যাশ মব—যেখানে পেশাদার নৃত্যশিল্পীদের সঙ্গে আবাসনের বাসিন্দারাও একসঙ্গে নেচেছেন ‘অপরূপা’-র ছন্দে, উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।