Bhaiphonta Rituals

উত্তর না দক্ষিণ, ভাইফোঁটার সময় ভাই কোন দিকে মুখ করে বসবেন? মঙ্গল চেয়ে কোন মন্ত্র পড়বেন জানা আছে?

ভাই-বোনের মিষ্টি মধুর সম্পর্ককে আরও গভীর করে এই দিনটি।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৫:৩৮
Share:

প্রতীকী চিত্র।

ভাইফোঁটার দিন ভাই বা দাদাদের মঙ্গল চেয়ে ফোঁটা দিয়ে যম দুয়ারে কাঁটা ফেলেন বোন এবং দিদিরা। ভাই-বোনের মিষ্টি মধুর সম্পর্ককে আরও গভীর করে এই দিনটি।

Advertisement

২২ অক্টোবর সন্ধ্যা ৬.১৫ থেকে শুরু হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়ার তিথি। গোটা ভারত জুড়ে পালিত হবে এই বিশেষ তিথি। তবে তার আগে জেনে নিন ভাইকে যখন ফোঁটা দেবেন ভাইয়ের মুখ কোন দিকে থাকবে। বা আপনি কোন মন্ত্র বলবেন।

ভাইফোঁটা দেবেন যখন এই দুই মন্ত্রের একটি পাঠ করবেন। প্রথম, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যম যেমন অমর, আমার ভাই যেন হয় তেমন অমর।' দ্বিতীয় মন্ত্র হল, 'দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।' দুই মন্ত্রই বাংলায় বহুল প্রচলিত।

Advertisement

ভাইফোঁটা দেবেন যখন খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে। আর বোনের মুখ থাকবে পূর্ব বা উত্তর পূর্ব দিকে। দু’জনেই আসন পেতে বসবেন। সোজাসুজি মেঝেতে বসবেন না।

ভাইকে সবসময় বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে চন্দন, দই এবং কাজলের ফোঁটা দেবেন। তিন বার ছড়া পড়ে ফোঁটা দেবেন। তার পর আরতি করে ভাইকে তাপ দেবেন। ভাই হলে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবেন। দাদা হলে প্রণাম করবেন। সব শেষে মিষ্টি মুখ করানোর পালা।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement