Vishwakarma Puja date change reason

কোনও বছর ১৭ সেপ্টেম্বর, কদাচিৎ ১৮! কেন বদলে যায় বিশ্বকর্মা পুজোর তারিখ?

ভাদ্র সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো পান। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর দেব শিল্পীর পুজো হয়। কখনও এক দিন এগিয়ে বা পিছিয়ে যায় পুজোর দিন। কেন এমনটা হয়?

Advertisement

সৌভিক রায়

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০
Share:

প্রতীকী চিত্র

দেব-দেবীর পুজো হয় তিথি-ক্ষণ মেনে, কোনও বাঁধা ধরা তারিখ মেনে নয়। তবে ফি বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন-ই বিশ্বকর্মার আরাধনা করা হয়। এ বছর আগামী ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার দেব শিল্পী বিশ্বকর্মার পুজো হবে। প্রতি বছর এই একই দিন বিশ্বকর্মার পুজো করা হয়। কোনও কোনও সময় ১৮ সেপ্টেম্বরও বিশ্বকর্মা পুজো পড়ে। যদি ভাদ্র সংক্রান্তি ১৭-র বদলে ১৮ সেপ্টেম্বর পড়ে, তবেই এমনটা হয়।

Advertisement

চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে ঈশ্বর আরাধনার তিথি নির্ধারণ করা হয়। ব্যতিক্রম কেবল বিশ্বকর্মার ক্ষেত্রে, তাঁর পুজোর তিথি সূর্যের গতি প্রকৃতিকে উপজীব্য করে স্থির করা হয়। সূর্যসিদ্ধান্ত এবং বিশুদ্ধসিদ্ধান্ত দুই মতেই ভাদ্রের শেষ দিনে বিশ্বকর্মার পুজো হয়।

বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ পেরিয়ে ভাদ্র আসে। পঞ্জিকা মতে, সাধারণত বাংলা সনের ১৫৬ তম দিনে ভাদ্র সংক্রান্তি পড়ে এবং ওই দিন বিশ্বকর্মার পুজো হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যা ১৭ সেপ্টেম্বর পড়ে। চলতি বছর অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দেও বছরের ১৫৬তম দিনে বিশ্বকর্মার পুজো হবে। কোনও কোনও বছর বাংলা সনের প্রথম পাঁচ মাসের কোনওটি যদি ২৯ বা ৩২ দিনের হয়, এক মাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন এক দিন করে এগিয়ে বা পিছিয়ে যায়। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭-র বদলে ১৮ বা ১৬ সেপ্টেম্বর পুজো হয়।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement