66 Palli

দুর্গাপুজোর মাটির খোঁজে মণ্ডপ তৈরি করেছে দক্ষিণ কলকাতার ৬৬ পল্লি

মণ্ডপে ঢোকার মুখেই থাকছে ৩০ ফুট বাই ৩০ ফুট এক বিশাল দুর্গাঠাকুরের মুখ, যা আগুনের আঁচে পোড়ানো হচ্ছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৮:৩০
Share:

দক্ষিণ কলকাতার ব্যস্তসমস্ত এলাকায় ৬৬ পল্লির পুজো বহুল পরিচিত। চলতি বছর এই পুজো পা দিল ৭৩ তম বর্ষে।

Advertisement

পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুম্ন মুখোপাধ্যায় জানালেন, ‘‘২০০৪ সাল থেকে আমাদের থিম পুজো চলছে। এই বছর আমাদের থিম হল ‘দুর্গার মাটি মাটির দুর্গা’। এর পিছনে ভাবনা এসেছে সম্পূর্ণ এক অন্য ধারায়, দুর্গাপুজোয় যেহেতু নানা জায়গার মাটি দরকার হয়, যেমন গোয়ালিনীর বাড়ির, ধোপানীর বাড়ির এমনকি পতিতালয়েরও, আমরা সেই সব জায়গা ও সেই সব নারীদের বেছে নিয়েছি আমাদের মণ্ডপের থিম হিসেবে। তাঁদের ছাড়া সমাজ সম্পুর্ণতা পায় না, তেমনই এক বার্তা রাখছি আমরা”।

মণ্ডপে ঢোকার মুখেই থাকছে ৩০ ফুট বাই ৩০ ফুট এক বিশাল দুর্গাঠাকুরের মুখ, যা আগুনের আঁচে পোড়ানো হচ্ছে। প্রতিমার নকশা এঁকে দিয়েছেণ পার্বতী দাস বাউল এবং প্রতিমা গড়েছেন দেবায়ন প্রামাণিক। থিম তৈরি করছেন দীপাঞ্জন দে। মণ্ডপের ভিতরে থাকছে নানা শ্রেণীর নানা মহিলাদের দেবী হয়ে ওঠার নানা পর্যায়।

Advertisement

থিম : দুর্গার মাটি মাটির দুর্গা

থিম শিল্পী : দীপাঞ্জন দে

প্রতিমা শিল্পী : দেবায়ন প্রামাণিক

কী ভাবে যাবেন: কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে গুরুদোয়ারা পড়ে, তার পিছনের রাস্তা দিয়ে গেলেই পড়বে এই পুজো মণ্ডপ

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন