হাওড়ার বেলেপোল মোড়ে ডুমুরজোলা স্টেডিয়ামের পাশে 'বেতোড়' সর্বজনীন দুর্গোৎসব সমিতি'র এ বারের পুজোর থিম ক্লাবের সদস্যদের মিলিত প্রয়াস এবং একই সঙ্গে সেটা অভিনবত্বপূর্ণ। ভাবনার শীর্ষক 'আলোর সিম্ফনি'।
অধিকাংশ পুজোর থিম যেখানে মন্ডপ কেন্দ্রিক, আলোকসজ্জা যেখানে মুখ্য নয়, উপলক্ষ, সেখানে এঁদের ৮২-তম বর্ষের দুর্গাপুজোর থিমের প্রধান হল আলোর কেরামতি। মণ্ডপ শুধু সুন্দর করে সাজানো-গোজানো। মণ্ডপ জুড়ে আলোর খেলাই মুখ্য। যার পুরো ভাবনায় ব্যাতোড় সার্বজনীন পুজো কমিটির সদস্যরা।
তবে মন্ডপ, আলোক সজ্জার বন্দোবস্তের দায়িত্ব তো কাউকে না কাউকে, কোনও সংস্থাকে নিতে হয় পরিকল্পনাটির যথাযথ প্রয়োগ করতে। সেই অনুযায়ী 'আলোর সিম্ফনি' থিমের মন্ডপ করেছে রামকৃষ্ণ ডেকরেটর্স এবং আলোকসজ্জার দায়িত্বে বরুণ সাউ।
কী ভাবে যাবেন: হাওড়ার বেনেপোল মোড়ে, ডুমুরজোলা স্টেডিয়ামের কাছে
থিম: আলোর সিম্ফনি
থিম ভাবনা:পুজো কমিটির সদস্যরা
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।