পুজো মানেই দেদার আড্ডা। গতানুগতিক জীবন থেকে বেরিয়ে চার দিন একটু বাঁধন ছাড়া উল্লাস। তবে এখন সেই জমাটি ভাবটা অনেকটাই কমে গেছে। অনেকেই নিজেদের মোবাইল ফোনে আবদ্ধ থাকেন। তবে আগের দিনের জমাটি ভাব নিজেদের পুজো মণ্ডপে এবার তুলে আনছেন আনছে হাওড়ার সদানন্দ স্মৃতি দূর্গোৎসব কমিটি।
এই ক্লাবের এই বছরের পূজো ৬২ তম বর্ষে। ক্লাবের ৭৫তম বর্ষ। রাজবাড়ির আদলে নিজেদের পুজো মণ্ডপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই পুজো কমিটি। থিমের নাম দেওয়া হয়েছে মা আসছে ঘোড়ায় ঝাড়বাতির শোভায়।
বাঁশ কাঠামো এবং প্লাইউড দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। ভিতরে থাকবে রাজবাড়ির মতো বড় ঝাড়বাতি। রাজবাড়ির ঠাকুর দালানের মতোই মায়ের দালান তৈরি করা হচ্ছে। সাংস্কৃতিক সম্পাদক সৌরভ রায় বলেন, ‘‘আমরা এ বছরের পুজোতে একটি রাজবাড়ির আদলে আদলে মন্ডপ তৈরি করছি। সেখানে ঠাকুরের দালান ঘরের মতো একটি ঘর বানানো হবে। মণ্ডপে একটি বড় ঝাড়বাতি থাকবে।’’
প্রতিমা শিল্পী- শ্যামল কুমার পাল ও অমল কুমার পাল
থিম শিল্পী- নন্দী ডেকরেটাস
যাবেন কী করে - দাশনগর রেল স্টেশনে নেমে হাওড়া আমতা রোড ধরে থেকে টোটো বা বাসে ১০মিনিট সদানন্দ স্মৃতি সংঘ।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।