প্রতীকী চিত্র।
জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ এলে প্রথমেই উঠে আসে কৃষ্ণনগর এবং বিশেষত চন্দননগরের নাম। এখানকার দেবীর আভিজাত্য, সাজসজ্জা এবং আলোর রোশনাইয়ে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। শহর কলকাতায় যে আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো হয়ে থাকে, এই দুই শহরের জগদ্ধাত্রী আরাধনা, তার থেকে কিন্তু কোনও অংশেই কম নয়।
কিন্তু জানেন কি, কেবল চন্দননগর অথবা কৃষ্ণনগরই নয়, বছরের এই সময়ে জগদ্ধাত্রী পুজোর একই নির্যাস পাওয়া যায় জগদ্দলের মাটিতেও। কেউ কেউ তো এটিকে ‘মিনি চন্দননগর’-এর তকমাও দিয়ে থাকেন।
জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরের মতোই সেজে উঠেছে জগদ্দল। ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন? তা হলে ঘুরে আসতেই পারেন এখানকার কিছু জনপ্রিয় পুজোগুলিতে।
প্রথমেই হল গোলঘর বাজারের ঠাকুর। দেবীর আরাধনা চলছে জোরকদমে। এর পর কদমতলার পুজোও বেশ পরিচিত স্থানীয়দের কাছে। এ ছাড়াও আছে হসপিটাল মাঠের পুজো। সব ঘুরে দেখা হয়ে গেলে অগ্রদূর সঙ্ঘের পুজো দেখতেও ভুলবেন না কিন্তু।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।