Power Banks Under 2000

ঠাকুর দেখতে বেরিয়ে নির্বিঘ্নে তুলুন দেদার ছবি, মাত্র ২ হাজার টাকায় কিনতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কগুলি

পুজোর সময় জমিয়ে হোক ঠাকুর দেখা। মোবাইলের চার্জ ফুরোনোর চিন্তা দূরে রাখতে সঙ্গে থাক পাওয়ার ব্যাঙ্ক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৫:০০
Share:
০১ ১০

ঠাকুর দেখা মানেই বহু ক্ষণের প্ল্যান। ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকতে হলে যে জিনিসটা ইদানীং সবচেয়ে চিন্তা বাড়ায়, তা হল মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়া। ফলে স্মার্টফোন-নির্ভরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পাওয়ার ব্যাঙ্ক কেনার প্রয়োজনীয়তাও। পুজোর মরসুমে অন্যান্য খরচের থেকে হাজার দুয়েক টাকা বাঁচাতে পারলেই কিন্তু কিনে ফেলা যায় নতুন একটা পাওয়ার ব্যাঙ্ক। রইল এই দামে তারই নানা বিকল্পের হদিশ।

০২ ১০

এমআই পাওয়ার ব্যাংক ৩আই ১০০০০mAh ফিচার: এটি ১৮W ফাস্ট চার্জিংয়ের সুবিধা সমৃদ্ধ। ফলে আপনার ফোন দ্রুত চার্জ হয়। এতে ডুয়াল ইনপুট পোর্ট (মাইক্রো-ইউএসবি এবং টাইপ-সি) এবং ডুয়াল আউটপুট পোর্ট রয়েছে, যা একইসঙ্গে দু'টি ডিভাইস চার্জ করতে সক্ষম। আনুমানিক দাম: ৯৯৯ - ১,২০০ টাকা

Advertisement
০৩ ১০

রিয়েলমি ১০০০০mAh পাওয়ার ব্যাঙ্ক ২ ফিচার: এটিও ১৮W ফাস্ট চার্জিং-এর সুবিধা দেয়। রয়েছে ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্ট রয়েছে। স্লিক এবং কমপ্যাক্ট ডিজাইনের এই পাওয়ার ব্যাঙ্কটি সহজে বহনযোগ্য। আনুমানিক দাম: ১,২০০ - ১,৪০০ টাকা

০৪ ১০

অ্যামব্রেন স্টাইলো ২০কে ২০০০০mAh পাওয়ার ব্যাঙ্ক ফিচার: ২০,০০০ mAh ক্ষমতার এই পাওয়ার ব্যাঙ্কটি বেশ শক্তিশালী। এতে ২০W ফাস্ট চার্জিং-এর সুবিধা রয়েছে এবং একাধিক ডিভাইসের জন্য আছে তিনটি পোর্ট (টাইপ-সি এবং দু’টি ইউএসবি-এ)।

০৫ ১০

বোট এনার্জিশ্রুম পিবি৩০০ এয়ার ১০০০০mAh ফিচার: এি দামে ২২.৫W ফাস্ট চার্জিং পাওয়া বেশ ভালো একটি বিষয়। এই পাওয়ার ব্যাঙ্কটিতে এলইডি ব্যাটারি ডিসপ্লে এবং একাধিক সুরক্ষা ফিচার আছে। ডিজাইনও স্টাইলিশ এবং ওজনে হাল্কা। আনুমানিক দাম: ১,৫০০ - ১,৮০০ টাকা

০৬ ১০

ইউআরবিএন ২০০০০mAh ২২.৫W পাওয়ার ব্যাঙ্ক ফিচার: ২০,০০০ mAh ব্যাটারির সঙ্গে ২২.৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারে এবং এতে বিল্ট-ইন সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আনুমানিক দাম: ১,৭০০ - ১,৯০০ টাকা

০৭ ১০

সিসকা ২০০০০mAh পাওয়ার ব্যাঙ্ক পি২০২১জে ফিচার: এটিতে ২০,০০০ mAh ব্যাটারি এবং ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এতে দু’টি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট আছে, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আনুমানিক দাম: ১,৩০০ - ১,৬০০ টাকা

০৮ ১০

রেডমি ২০০০০mAh পাওয়ার ব্যাঙ্ক ফিচার: ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ২০,০০০ mAh ক্ষমতার এই পাওয়ার ব্যাঙ্কটি একটি জনপ্রিয় মডেল। এতে ডুয়াল ইনপুট পোর্ট (মাইক্রো-ইউএসবি ও টাইপ-সি) এবং ডুয়াল আউটপুট পোর্ট রয়েছে। আনুমানিক দাম: ১,৬০০ - ১,৯০০ টাকা

০৯ ১০

পোর্ট্রনিক্স পাওয়ার শাটার ১০০০ mAh ফিচার: এই পাওয়ার ব্যাঙ্কটিতে ১৫W ওয়্যারলেস চার্জিং এবং ২২.৫W টাইপ-সি পিডি আউটপুট রয়েছে। এতে ওয়্যারড এবং ওয়্যারলেস উভয় চার্জিং-এর সুবিধা মেলে। আনুমানিক দাম: ₹১,৭০০ - ₹১,৯০০

১০ ১০

ক্রোমা ১০০০০mAh পাওয়ার ব্যাঙ্ক ফিচার: এই পাওয়ার ব্যাঙ্কটি তার নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এটি সাধারণত ১২W চার্জিং সাপোর্ট করে এবং একাধিক পোর্ট রয়েছে। আনুমানিক দাম: ১,০০০ - ১,২০০ টাকা বিশেষ দ্রষ্টব্য: এখানে উল্লিখিত দামগুলি আনুমানিক এবং বিভিন্ন অনলাইন স্টোর বা অফলাইন দোকানের উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সেরা ডিল পেতে কেনার আগে বিভিন্ন প্ল্যাটফর্মে দাম তুলনা করে নেওয়া ভাল। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement