Ananda Utsav 2019

এই পুজোয় বাড়িতে আসুক আল্ট্রা হাই ডেফিনেশন টেলিভিশন সেট

এ বছর বাজারে আসছে নতুন প্রজন্মের ইউএইচডি টেলিভিশন।

Advertisement

স্বপন দাস

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১২
Share:

সোনি এ নাইন এফ

বাড়ির টেলিভিশন সেটটা আমাদের কাছে পরমাত্মীয়ের মতো। সুখে-দুঃখে সর্বক্ষণের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। তাই এই বিষয়টার প্রতি দুর্বলতা একটু বেশি যে হবে, সেটাই স্বাভাবিক। একটু ভাল চকচকে ছবি, সঙ্গে ভাল আওয়াজ পছন্দের টেলিভিশন সেটটাকে যেন জীবন্ত করে তোলে।

Advertisement

আমরা ইতিমধ্যেই হাই ডেফিনেশন (এইচডি) টেলিভিশনের সঙ্গে আত্মীয়তা পাতিয়েছি। এ বার সেই সংসারে এসেছে নতুন প্রজন্ম। আগে সাধারণ ভাবে একটি এইচডি টেলিভিশনে আমরা পেতাম ১২৮০ x ৭২০-র রেজোলিউশন। এখন পাওয়া যাচ্ছে ১৯২০ x ১০৮০ রেজোলিউশন। এ বছর আরও এগিয়ে গিয়েছে টেলিভিশন প্রযুক্তি। এখন এসে গিয়েছে ৪কে অথবা ইউএইচডি। পরীক্ষা চলছে ৩৮৪০x২১৬০ আর ৪০৯৬x ২১৬০ রেজোলিউশনের। ফলে আরও চকচকে ও ঝকঝকে ছবি। মনে রাখবেন যে সেটের রেজোলিউশন যত বেশি, সেই সেটের ছবি ততটাই ঝকঝকে। আর সবচেয়ে বড় বিষয়, এখনকার এই ধরনের টেলিভিশন সেটগুলি বিদ্যুৎ সাশ্রয়কারি।

বিভিন্ন দোকানে গিয়ে যেটা জানা গিয়েছে, এখন চাহিদা অবশ্যই বেশি ৪কে ইউএইচডি টেলিভিশনের। তবে একটু বেশি সুবিধার দিকে দেখলে, দামটাও একটু বেশি দিতে হবে। তাই বাজেট বেশ অনেকটাই বেশি করে নিতে হবে। তবে এই সব টিভির ক্ষেত্রে সুদহীন কিস্তিরও সুবিধা থাকছে।

Advertisement

আরও পড়ুন:খাঁটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে এল এমআই, থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা

সোনি A9F

সাধারণের কেনার সামর্থের মধ্যে রয়েছে। এর রেজোলিউশন ৩৮৪০x২১৬০। চরিত্রগত ভাবে স্মার্ট টিভি। ৫৫ ইঞ্চি স্ক্রিন। ডলবি ভিসনের মজা নিয়ে সিনেমা দেখার আনন্দ উপভোগ করতে পারবেন।

এল জি C8

বর্তমানে আল্ট্রা এইচডি ৪ কে টেলিভিশনের ক্ষেত্রে এই সেটটির চাহিদা বেশ রয়েছে। কারণ এর ছবির গুণমান। এই স্মার্ট টিভির স্ক্রিন সাইজ ৫৫ ইঞ্চি। রেজোলিউশন ৩৮৪০x২১৬০।

আরও পড়ুন:এ বার পুজোয় গানের আনন্দ উপভোগ হোক ৪ডি ইয়ারফোন বা হেডসেটে​

প্যানাসনিক FZ1000D

যাঁরা একটু ভাল গুণমানের শব্দ পছন্দ করেন, তাঁদের জন্য এই সেটটি বেশ ভাল। আর সবচেয়ে বড় কথা, এর দামটাও অন্যদের থেকে অনেকটা কম। স্ক্রিন সাইজও বড়, ৬৫ ইঞ্চি। এই স্মার্ট টিভি ছবির দিক দিয়েও প্রায় অন্য সবার মতোই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন