ছাত্রছাত্রী থেকে শুরু করে পেশাদার, সকলের জন্যই একটি ল্যাপটপ খুব জরুরি। কিন্তু বাজেট যদি হয় ৩০ হাজার টাকা, তাহলে কোন ল্যাপটপটি আপনার জন্য সেরা হবে? এই বাজেটেই বাজারে দারুণ কিছু ল্যাপটপ পাওয়া যায়। আসুন, দেখে নিই এমন কয়েকটি মডেলের তালিকা।
এইচপি ১৫এস রিজেন ৩ ল্যাপটপ: এই ল্যাপটপটি তার মসৃণ পারফরম্যান্সের জন্য খুবই জনপ্রিয়। এতে রয়েছে এএমডি রিজেন ৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম, যা মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। ২৫৬জিবি বা ৫১২জিবি এসএসবি স্টোরেজ-সহ পাওয়া যায়। যা ল্যাপটপের কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। স্টাইলিশ ডিজাইন, ভালো ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং সুবিধা রয়েছে।
ডেল ভস্ত্রো ৩৫২৫: পেশাদার এবং শিক্ষার্থীদের জন্য এই মডেলটি একটি নির্ভরযোগ্য হতে পারে। এতে আছে এএমডি রিজেন ৩ বা ইন্টেল কোর আই৩ প্রসেসর, যা দৈনন্দিন কাজ অনায়াসে সামলাতে পারে। ৮জিবি ব়্যাম এবং ২৫৬জিবি এসএসডি স্টোরেজ-সহ এই ল্যাপটপটি খুব দ্রুত কাজ করে। এর ১৬-ইঞ্চির এফএইচডি ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩: এটি একটি স্লিম এবং হালকা ল্যাপটপ, যা বহন করা খুব সহজ। এতে আছে এএমডি রিজেন ৩ বা ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম। ৫১২জিবি এসএসডি স্টোরেজ এটিকে আরও দ্রুত এবং কার্যকরী করে তোলে। স্টেরিও স্পিকার এবং প্রাইভেসি শাটার-সহ এইচডি ওয়েবক্যামের মতো কিছু আধুনিক ফিচারও এতে আছে।
আসুস ভিভোবুক ১৫ (২০২৩): আসুস তার নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য পরিচিত। এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম। ৫১২জিবি এসএসডি স্টোরেজ রয়েছে, যা দ্রুত বুটআপ এবং অ্যাপ্লিকেশন লোডিং নিশ্চিত করে। এই ল্যাপটপটি হালকা এবং এর এরগনোমিক ডিজাইন এটিকে টাইপিংয়ের জন্য আরামদায়ক করে তোলে।
এসার অ্যাপায়ার ৩: ৩০,০০০ টাকার বাজেটে এটি একটি খুবই ভালো ল্যাপটপ। এতে আছে এএমডি রিজেন ৩ বা ইন্টেল কোর আই৩ প্রসেসর, যা গ্রাফিক্স এবং গেমসের জন্য ভালো। ৮জিবি ব়্যাম এবং ৫১২জিবি এসএসডি এটিকে দ্রুত কাজ করার ক্ষমতা দেয়। এর ফুল এইচডি ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফ এটিকে আরও ব্যবহারের উপযোগী করে তোলে।
এমএসআই মডার্ন ১৪: গেমারদের মধ্যে এমএসআই খুবই জনপ্রিয়। তবে তাদের এই ল্যাপটপটি সাধারণ ব্যবহারের জন্যও দুর্দান্ত। এতে আছে ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম। ৫১২জিবি এসএসডি স্টোরেজ-সহ, এটি প্রতিদিনের কাজ খুব দ্রুত করতে পারে। এর স্লিম এবং হালকা ডিজাইন এটিকে দেখতে খুব আকর্ষণীয় করে তোলে।
ইনফিনিক্স ইনবুক ওয়াই১ প্লাস: বাজেট ল্যাপটপের বাজারে ইনফিনিক্স একটি নতুন নাম। এতে আছে ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম, যা ভালো পারফরম্যান্স দেয়। ৫১২জিবি এসএসডি স্টোরেজ-সহ, এই ল্যাপটপটি খুব দ্রুত কাজ করে। এতে আছে একটি বড় ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফ।
টেকনো মেগাবুক টি১: টেকনো তাদের মোবাইলের জন্য পরিচিত, কিন্তু তাদের এই ল্যাপটপটিও বেশ ভালো। এতে আছে ইন্টেল কোর আই৩ প্রসেসর এবং ৮জিবি ব়্যাম। ৫১২জিবি এসএসডি স্টোরেজ এবং একটি ভালো ডিসপ্লে-সহ এই ল্যাপটপটি আপনার দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। এর মেটালিক বডি এবং স্লিম ডিজাইন এটিকে প্রিমিয়াম লুক দেয়।
ল্যাপটপ কেনার আগে আপনার প্রয়োজন অনুযায়ী প্রসেসর এবং স্টোরেজ বেছে নিন। যদি আপনার প্রধান কাজ ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট লেখা বা সিনেমা দেখা হয়, তাহলে উল্লেখিত মডেলগুলি আপনার জন্য যথেষ্ট। গেমিং বা ভিডিয়ো এডিটিংয়ের জন্য আরও শক্তিশালী ল্যাপটপ প্রয়োজন হতে পারে। (দ্রষ্টব্য: পণ্যের দাম পরিবর্তনশীল এবং বিক্রেতার উপর নির্ভরশীল। কেনার আগে বিক্রেতার সাথে যোগাযোগ করে বর্তমান দাম ও অফার জেনে নেওয়া উচিত।) এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।