Bangladesh

অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপনের দায়ে আওয়ামি লিগ সাংসদের ৩ বছরের জেল

অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপনের দায়ে ক্ষমতাসীন আওয়ামি লিগের এক সাংসদকে ৩ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশের এক আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১৮:২৫
Share:

অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপনের দায়ে ক্ষমতাসীন আওয়ামি লিগের এক সাংসদকে ৩ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশের এক আদালত। বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই রায় দেন। কক্সবাজারের এই সাংসদের নাম আবদুর রহমান বদি। মামলার এজাহার থেকে জানা গিয়েছে, আবদুর রহমান বদি তাঁর ঘোষিত আয়ের বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

Advertisement

এ ছাড়া অবৈধ ভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লক্ষ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন। এ সব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবদুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ অগস্ট মামলা করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে এ দিন বদির সাজা শোনালেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। তবে, সাংসদ বদি আদালতে বার বার নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের চোরাই অস্ত্র ব্যবসায়ী ঢাকায় ধৃত

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন