আওয়ামি সম্মেলনে ঝকমকে বাংলাদেশ

শাসক দল আওয়ামি লিগের ২০তম সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরে পরিণত হয়েছে। আগামিকাল থেকে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানের বিশাল চত্বরে। কাউন্সিলর, প্রতিনিধি ও অতিথি— সব মিলিয়ে ৫০ হাজার মানুষ উপস্থিতি হবেন এই সম্মেলনে।

Advertisement

কুদ্দুস আফ্রাদ

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০২:৪১
Share:

শাসক দল আওয়ামি লিগের ২০তম সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরে পরিণত হয়েছে। আগামিকাল থেকে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানের বিশাল চত্বরে। কাউন্সিলর, প্রতিনিধি ও অতিথি— সব মিলিয়ে ৫০ হাজার মানুষ উপস্থিতি হবেন এই সম্মেলনে। ১১টি দেশের ৫৫ জন অতিথি উদ্বোধনী অধিবেশনে যোগ দিচ্ছেন।

Advertisement

আজ সকালে ঢাকায় পৌঁছেছেন কংগ্রেসের দুই প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য ও অভিজিৎ মুখোপাধ্যায়। রাতে আসেন গোলাম নবি আজাদ ও মৌসম নুর। বিজেপি প্রতিনিধিদের মধ্যে নজর কাড়ছেন রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে এসেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসেছেন ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লবকুমার দেব, অসম গণপরিষদের প্রফুল্লকুমার মহন্ত। চিন থেকে এসেছেন বড়সড় একটি প্রতিনিধি দল।

এ বারের সম্মেলনের মূল স্লোগান— ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার/ এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। নৌকা আকৃতির বিরাট একটি মঞ্চ বানানো হয়েছে, যাতে দলের নেতাদের পাশাপাশি বিদেশি আতিথিরা বসবেন। রংবেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে পুরো সম্মেলনস্থল। মঞ্চের দু’পাশে রাখা হয়েছে দলের সাবেক নেতাদের ছবি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্মেলন স্থলে উপস্থাপন করা হবে আওয়ামি লিগের ইতিহাস, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র।

Advertisement

সম্মেলন উপলক্ষে ঢাকার সব ক’টি প্রধান রাস্তা, এমন কি অলি-গলিও সাজানো হয়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জায় ঝলমল করছে ঢাকা। আওয়ামি লিগের কেন্দ্রীয় দফতর, শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক দফতর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাড়ি ‘গণভবন’ সাজানো হয়েছে নানা রঙে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement