Bangladesh News

অনেক রক্তের দামে কেনা স্বাধীনতা, লাল-সবুজ আবেগে ভাসছে বাংলাদেশ

বাংলাদেশ জুড়ে চলছে লাল-সবুজের উৎসব। যে মাটির সবুজ ঘাস লাল হয়েছিল ৩০ লাখ শহিদের রক্তে- সেই দেশটির যেখানে চোখ যায় আজ সেখানেই লাল সবুজ পতাকার সমারোহ। শুক্রবার যে বাংলাদেশের বিজয় দিবস।

Advertisement

অঞ্জন রায়

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৬:১৮
Share:

লাল সবুজে রেঙেছে দেশ।নিজস্ব চিত্র।

বাংলাদেশ জুড়ে চলছে লাল-সবুজের উৎসব। যে মাটির সবুজ ঘাস লাল হয়েছিল ৩০ লাখ শহিদের রক্তে- সেই দেশটির যেখানে চোখ যায় আজ সেখানেই লাল সবুজ পতাকার সমারোহ। এটাই বাংলাদেশ। জীবনের দামে কেনা পতাকা এখানে উৎসবের প্রতীক। পথে পথে পতাকা বিক্রেতা- মানুষ পতাকা কিনছেন। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ, কারওরই আগ্রহের কমতি নেই সেই পতাকা নিয়ে সাজার বা সাজানোর।

Advertisement

গাড়ির সামনে বা বনেটে, খুদে বাচ্চার হাতে, রিকশার সামনে, অটোতে, কপালের টিপে সবখানেই লাল আর সবুজ। কেউ বলছেন অভূতপূর্ব। কারও কাছে অতুলনীয়। লাল সবুজে মেতেছে পুরো বাংলাদেশ। বিজয়ের রঙ- জাতীয় পতাকার রঙ এখন সবখানে।

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে লাল সবুজের উৎসব। ফেসবুকের প্রায় সকলেরই কভার আর ছবিতে লাল সবুজ পতাকা। অনেকগুলো গ্রুপে প্রচার চলছে- বিজয়ের দিনটিতে সবাই যেন লাল সবুজে নিজেদের প্রোফাইল রাঙিয়ে নেন, এই আহবান জানিয়ে। সাড়াও মিলছে- বদলে গেছে নিউজফিড।

Advertisement

লাল-সুবজ পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। নিজস্ব চিত্র।

আজ রাত পোহালেই বিজয় দিবস। গত কয়েক দিন ধরেই বিজয়ের ক্ষণকে বরণ করতে গোটা বাংলাদেশ যেন সেজেছে বিজয়ের রঙ লাল সবুজের রঙে। পৌষের হিমসকালেই চলতি মোটরসাইকেলের সামনে বসে আছে ফুটফুটে শিশু- পিছনেই রয়েছেন তার বাবা, পাশেই মা। শিশুটির বায়না পূরণ করতে এই দম্পতি ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতার কাছ থেকে একটি জাতীয় পতাকা কিনলেন। লাল-সবুজ পতাকাটি মোটরসাইকেলের সামনে বেঁধে ছুটলেন গন্তব্যে। এটিই এখন বাংলাদেশের সাধারণ চিত্র। ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা ছুটছেন গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে। ব্যস্ততায় ফুরসত মিলছে না দর্জির। সবারই এক অনুভূতি। বিজয়ের রঙে মাতো, রাঙিয়ে দাও দেশকে।

ফেসবুকের প্রায় সকলেরই কভার আর ছবিতে লাল সবুজ পতাকা। ছবি: ফেসবুক।

বাংলাদেশে জীবনের দামে কেনা পতাকাই এখানের বিজয় উৎসবের প্রতীক হয়ে উঠেছে। লাল সবুজের পতাকা আর পোষাকে সবাই সেজে উঠছেন- উৎসব ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। পথে পথে পতাকা বিক্রেতা। মানুষ পতাকা কিনছেন দেদার। তরুণ-তরুণীদের মাথায়, পোশাকে, পাড়ার দোকান থেকে বাড়ির ছাদে ছাদে শোভা পাচ্ছে জাতীয় পতাকা। সবখানেই লাল আর সবুজ। সড়ক দ্বীপ, চলতি গাড়ির সামনের অংশ কিংবা মোটর সাইকেল- সবকিছুই মোড়ানো লাল সবুজে। দেশ জুড়ে চলছে যেন লাল সবুজের উৎসব।

কোথাও বীর মুক্তিযোদ্ধাদের ছবি, কোথাও বীরশ্রেষ্ঠদের, কোথাও মহান স্বাধীনতার স্থপতির ছবি। কোনও ছবিতে দেখানো হয়েছে যুদ্ধ চলছে, কোনওটিতে রয়েছে বাঙালি ফিরছে বিজয়ের বেশে। শহর জুড়ে, একটু পরপরই লাল-সবুজের জাতীয় পতাকা। আবার কোথাও স্রেফ লাল-নীল-সবুজ-হলুদ পতাকা। এরই মাঝে মাঝেই স্থান পেয়েছে দেশের উন্নয়নের চিত্র। স্বাধীনতার ৪৫ বছর পূর্ণ করে দেশ আজ অর্থনৈতিক মুক্তিরও পথে। তাই কোথাও স্বপ্নের পদ্মাসেতু, কোথাও প্রস্তাবিত মেট্রোরেল, এখানে ওখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি।

রাস্তায় রাস্তায় পতাকা বিক্রেতাদের ভিড়। নিজস্ব চিত্র।

আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারি ভাবে গৃহীত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রংয়ের একটি মানচিত্র ছিল।

আরও পড়ুন: স্বাধীনতার যুদ্ধে ঢাকাকে পাশে চান বালুচ নেতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন