Bangladesh

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলাদেশের সমুদ্রবন্দরেও সতর্কতা জারি

পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলে বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক-সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ২০:৪৫
Share:

পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলে বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক-সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Advertisement

বাংলাদেশ আবহাওয়া দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারী বর্ষণ হচ্ছে। দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া বিভাগ বলছে, শনিবার দুপুর ১২টায় দিকে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে রবিবার সকালে বরিশাল-চট্টগ্রাম উপকূল পেরিয়ে যেতে পারে।

Advertisement

আবহাওয়া দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ‘নাদা’। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ২/৩ ফুট উঁচু জোয়ার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ও দিকে নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে ঢাকা-সহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: এগিয়ে আসছে নিম্নচাপ, নাডা যাবে বাংলাদেশে, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন