তিস্তা নিয়ে অনড়ই

বাংলাদেশকে ভালবাসেন, তার সঙ্গে সহযোগিতাতেও রাজি। কিন্তু তার জন্য রাজ্যের স্বার্থ-বিরোধী কোনও কাজ তিনি করবেন না। তিস্তা চুক্তি প্রসঙ্গে এ ভাবেই ফের নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:৫০
Share:

বাংলাদেশকে ভালবাসেন, তার সঙ্গে সহযোগিতাতেও রাজি। কিন্তু তার জন্য রাজ্যের স্বার্থ-বিরোধী কোনও কাজ তিনি করবেন না। তিস্তা চুক্তি প্রসঙ্গে এ ভাবেই ফের নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এবিপি আনন্দে তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতেই হবে। মমতা আরও দাবি করেন, ‘‘শুনেছি ২৫ মে প্রধানমন্ত্রীর ঢাকা সফরে এমন একটা চুক্তি সই হবে। তবে আমাদের কেউ কিছু জানায়নি। সিকিমকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। তারাও তো কিছু জানে না।’’

Advertisement

আরও পড়ুন:হাসিনার সফরে সই হবে পরমাণু চুক্তি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement