Bangladesh News

নৃশংস ভাবে খুন মহিলা মুরিদ-সহ এক পির

বাংলাদেশে এ বার খুন করা হল এক পির ও তাঁর মহিলা মুরিদকে। দিনাজপুরের বোঁচাগঞ্জ উপ-জেলার ঘটনা। দিনাজপুর জেলার পুলিশ সুপার হামিদুল আলম আনন্দবাজারকে জানিয়েছেন, সোমবার রাত ৮টার নাগাদ ওই দু’জনকে গলা কেটে খুন করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০০:২৯
Share:

প্রতীকী ছবি।

বাংলাদেশে এ বার খুন করা হল এক পির ও তাঁর মহিলা মুরিদকে। দিনাজপুরের বোঁচাগঞ্জ উপ-জেলার ঘটনা। দিনাজপুর জেলার পুলিশ সুপার হামিদুল আলম আনন্দবাজারকে জানিয়েছেন, সোমবার রাত ৮টার নাগাদ ওই দু’জনকে গলা কেটে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম ফরহাদ হোসেন চৌধুরী ও রুপালি বেগম। ফরহাদ উপ-জেলার দৌলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়েরা জানিয়েছেন, ফরহাদ হোসেন চৌধুরী নিজেকে পির বলে দাবি করতেন। রুপালি বেগমের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

বোঁচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি হাবিবুল হক প্রধান জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এই খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহের মর্গে পাঠানো হবে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জঙ্গি-যোগ আছে কি না এখন পর্যন্ত তার কোন প্রমাণ পাওয়া যায়নি।

এর আগেও বাংলাদেশে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। গত ১০ মার্চ পাবনার মথুরাপুরে সেন্ট রিটা চার্চের নৈশপ্রহরী ৬৫ বছর বয়সী গিলবার্ট কস্তাকে কুপিয়েছিল দুবৃত্তরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement