Bangladesh News

বন্দি অবস্থায় রোগে ভুগে মারা গেলেন কুখ্যাত রাজাকার এনায়েত

বন্দি অবস্থায় রোগে ভুগছিলেন তিনি। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক সেই রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৩:৩৬
Share:

৮০ বছর বয়সে মারা গেলেন এনায়েত। নিজস্ব চিত্র

বন্দি অবস্থায় রোগে ভুগছিলেন তিনি। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক সেই রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছেন, বুধবার ভোর ৫টা নাগাদ ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা গিয়েছেন। এর আগে গত ৩ জানুয়ারি কেরানিগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় অসুস্থ হয়ে পড়লে এনায়েতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ফুলছড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত মনতাজ আলি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি এনায়েতকে গত বছরের ২৯ অক্টোবর তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ২৫তম স্ত্রীর অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ধৃত ২৮ বিবির মিঞা

Advertisement

২০১৫-র ৫ মে থেকে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত ৮ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে চার্জ শিট পেশ করে তদন্তকারী সংস্থা। এর পর ১৮ সেপ্টেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। তদন্ত সংস্থার দাবি, তিনি একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন।

জানা গিয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে নেত্রকোনার আটপাড়া উপজেলার মধুয়াখালি গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারি গ্রাম এবং মদন উপজেলার মদন গ্রামে সংঘটিত লুণ্ঠন, আগুন লাগানো, অপহরণ, হত্যা, গণহত্যা, বেশ কিছু হিন্দু পরিবারকে দেশত্যাগে বাধ্য করেছেন এনায়েত উল্লাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন