রক্তাক্ত গুলশন। থমথমে বাংলাদেশ। ইস্তানবুলের সন্ত্রাসের ছায়া কাটতে না কাটতেই আরও এক ভয়বাহ জঙ্গি হানা। রাতভোর গুলির লড়াইয়ে ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের হাতে খুন হতে হয়েছে ২০ জন বিদেশি পণবন্দিরও। পণবন্দিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। গুলশনের রেস্তোরাঁর ১২ ঘণ্টা দম বন্ধ করা গুলি লড়াইয়ের কিছু আতঙ্কের মুহূর্ত দেখে নিন এক নজরে।
আরও খবর- ২০ জন বিদেশিকে খুন করল জঙ্গিরা, অধিকাংশকেই কুপিয়ে হত্যা!