Bangladesh

আনন্দে, গানে মাতল ঢাকা

একাত্তরের ৭ মার্চ এই ময়দানে জনসভা ডেকে পাকিস্তান থেকে স্বাধীনতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৩:৩৯
Share:

আনন্দ শোভাযাত্রা। শনিবার ঢাকায়। —নিজস্ব চিত্র।

ইতিহাস বিকৃতকারীরা আর কোনও দিনও যাতে বাংলাদেশের শাসন ক্ষমতায় না-আসতে পারে, শনিবার সোহরাবর্দি উদ্যান থেকে সেই ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্যানের আগে নাম ছিল রেস কোর্স ময়দান। একাত্তরের ৭ মার্চ এই ময়দানে জনসভা ডেকে পাকিস্তান থেকে স্বাধীনতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।

Advertisement

আরও পড়ুন: ছেলে মুসলিম ধর্মগুরু! অবসাদে দাউদ

১৯৭৫-এর ১৫ অগস্ট মুজিবকে হত্যার পরে বছরের পর বছর এই ভাষণটির সম্প্রচার নিষিদ্ধ করে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের কন্যা বলেন, ‘‘এই ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি স্বাধীনতার জন্য যাঁরা লড়াই সংগ্রাম করেছেন তাঁদের স্বীকৃতি।’’ এই স্বীকৃতির উদ্‌যাপনে এ দিন ঢাকা মুখর ছিল। বিশাল আনন্দ শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে সোহরাবর্দি উদ্যানে শেষ হয়। সেখানে হাজির ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা গান করেন, আবৃত্তি করেন। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক গানে গলা মেলান শেখ হাসিনাও। তিনি বলেন, ‘‘বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। ২০১২-এ এ দেশ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালে হবে উন্নত সমৃদ্ধ দেশ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন