Bangladesh News

আম্পায়ারিং করতে গিয়ে ক্রিকেট মাঠে মৃত্যু কিশোরের

রফিকের দাদা শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় রফিকুল। সাড়ে ১১টার দিকে ক্রিকেট বল বুকে লেগে মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যায় সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৪:৫১
Share:

প্রতীকী ছবি।

ক্রিকেট মাঠে বুকে বল লেগে মৃত্যু হল এক কিশোরের। ঘটনা ঢাকার মুগদা এলাকার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রফিকুল ইসলাম (১৭)। মুগদা এলাকায় মান্ডা বালুর মাঠে ক্রিকেট খেলার সময় রফিকুল আম্পায়ারিং করছিল।

Advertisement

রফিকের দাদা শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায় রফিকুল। সাড়ে ১১টার দিকে ক্রিকেট বল বুকে লেগে মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে দুপুর দেড়টা নাগাদ মৃত বলে ঘোষণা করেন।

রফিকুল ইসলামের বন্ধু বিল্লাল হোসেন বলেন, “সকালে রোদের মধ্যে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। দুপুরের দিকে রফিকুল জল খেতে চায়। এর পর দাঁড়িয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করছিল।” বিল্লাল জানান, মাঠে একাধিক টিম ক্রিকেট খেলছিল। হঠাৎ একটি বল এসে তার বুকে লাগলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।

Advertisement

রফিকুল ইসলাম দর্জির কাজ করত বলে তার পরিবার সূত্রে জানা গিয়েছে। তার বাবা মিন্টু মিয়া পেশায় রিকশাচালক। মান্ডার ৭৯ পেয়ার আলির গলিতে শরিফ আহমেদের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত রফিকুল। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের চিলাহাটি উপজেলার কাঁঠালতলি গ্রামে।

পুলিশ জানিয়েছে, রফিকুলের দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement