Summner Skincare For Baby

গ্রীষ্মের শুষ্কতার হাত থেকে নবজাতকের ত্বককে রক্ষা করতে ‘ক্রিম বা লোশন’ ব্যবহারের গুরুত্ব কতখানি?

বিশেষজ্ঞদের মতে, ত্বকের শুষ্ক ভাব শিশুর মানসিক স্বাস্থ্যের উপরেও পরোক্ষ ভাবে প্রভাব ফেলতে পারে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৭:১৪
Share:

‘জনসনস্ বেবি’

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা— প্রতিটি ঋতুতেই নবজাতকের ত্বকের চাই বিশেষ যত্ন। কারণ শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল। প্রাপ্তবয়স্কদের তুলনায় এক জন নবজাতকের ত্বকের বাইরের স্তরটি ৩০ শতাংশ পর্যন্ত পাতলা হয়। তাই তা শুষ্ক হয়ে গেলে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। বিশেষত গরমকালে প্রখর রোদ এবং তাপমাত্রা বৃদ্ধি সদ্যোজাতের কোমল ত্বকের খুব বেশি ক্ষতি করে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়। তাই এই সময়ে শিশুদের ত্বকের জন্য বাড়তি যত্ন প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের এই শুষ্ক ভাব শিশুর মানসিক স্বাস্থ্যের উপরেও পরোক্ষ ভাবে প্রভাব ফেলতে পারে। শুষ্কতার কারণে ত্বকের লালচে ভাব, চুলকানি শিশুকে খিটখিটে করে তুলতে পারে। শিশুদের এই ধরনের ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ‘জনসনস্ বেবি লোশন এবং ক্রিম।’

গ্রীষ্মকালেও শিশুর ত্বকের যত্নে থাকুক ‘জনসনস্ বেবি লোশন এবং ক্রিম’

বেশির ভাগ বাবা-মায়েরাই মনে করেন, গরম কালে শিশুর ময়শ্চারাইজ়ারের প্রয়োজন হয় না। ময়শ্চারাইজ়ার শুধুমাত্র শীতকালেই ব্যবহার করা যায়। কিন্তু এই ভুল পদক্ষেপ গ্রীষ্মকালেও শিশুর ত্বককে অত্যন্ত রুক্ষ করে তোলে। তাই সারা বছরই শিশুর কোমল ত্বকের যত্নে ময়শ্চারাইজ়ার ব্যবহার করা প্রয়োজন। ভাল মানের সঠিক ময়শ্চারাইজ়ার শিশুর ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনার পাশাপাশি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

গরম কালেও সদ্যোজাতের ত্বকে ময়শ্চারাইজ়ারের প্রয়োজনীয়তা কতখানি?

শিশুর ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্বিগুণ দ্রুত আর্দ্রতা হারায় এবং জ্বালা ভাব ও ক্ষতির প্রবণতা অনেক বেশি থাকে। গ্রীষ্মের প্রখর তেজ শিশুর সূক্ষ্ম ত্বককে রুক্ষ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক আর্দ্রতাও ছিনিয়ে নেয়। তখনই চুলকানি, অস্বস্তি, জ্বালা ভাব ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই গরম কালে শিশুর ত্বকের যত্নের একটি গুরুত্বপূর্ণ দিক হল সঠিক ময়শ্চারাইজ়ারের ব্যবহার। ময়শ্চারাইজ়ার শিশুর ত্বকে কোমলতা, আর্দ্রতা এবং মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। আর এই সমস্ত সঠিক উপাদানগুলিই রয়েছে ‘জনসনস্ বেবি লোশন এবং বেবি ক্রিম’ -এ।

‘জনসনস্ বেবি লোশন এবং ক্রিম’ শিশুর কোমল ত্বকের সুরক্ষার পাশাপাশি আর্দ্রতাকে ধরে রেখে শুষ্কতাকে প্রতিরোধ করে। তাই গ্রীষ্মে রোদের প্রবল তাপ থাকা সত্ত্বেও ‘জনসনস্ বেবি লোশন’ শিশুর ত্বককে সুস্থ রাখার নিশ্চয়তা দেয়।

গরম কালে শিশুর ত্বকের যত্নে কেন বেছে নেবেন ‘জনসনস্ বেবি লোশন এবং বেবি ক্রিম’ ?

নবজাতকদের ত্বকের জন্য ময়েশ্চারাইজ়ার বেছে নেওয়ার সময়ে খুবই সতর্ক থাকতে হবে। কোন কোন দিক বিবেচনা করে শিশুর জন্যে সঠিক ময়শ্চারাইজ়ার নির্বাচন করবেন, জেনে নিন—

দীর্ঘস্থায়ী আর্দ্রতা: সদ্যোজাতের জন্য বিশেষজ্ঞেরা এমন একটি ময়শ্চারাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেন, যা শিশুদের কোমল ত্বকের জন্যই বিশেষ ভাবে প্রস্তুত করা হয়েছে। এবং যা ত্বককে দীর্ঘস্থায়ী আর্দ্রতা প্রদানে সাহায্য করে।

শিশুর ত্বকের উপযুক্ত নিরাপদ উপাদানে তৈরি: জন্মের প্রথম ক্ষণ থেকেই শিশুর ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ উপাদানে তৈরি পণ্যগুলি বেছে নিন। ক্যামোমাইল এবং প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত গ্লিসারিন দ্বারা সমৃদ্ধ উপাদানগুলি শিশুর ত্বকে প্রদাহ বিরোধী হয় এবং জ্বালাভাব রোধ করে প্রশান্তি এনে দেয়। বিশেষত গ্রীষ্মকালে শিশুর ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করার জন্যে এটি আদর্শ। শিশুর ত্বকে ময়শ্চারাইজ়ার ব্যবহার করার সময়ে নারকেল তেল, দুধের প্রোটিন এবং চালের নির্যাসের মতো উপাদান সমৃদ্ধ পণ্যগুলি বেছে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা। কারণ এই প্রত্যেকটি উপাদান পুষ্টিকর গুণাবলীর জন্য সুপরিচিত।

‘জনসনস্ বেবি লোশন এবং ক্রিম’

হতে হবে জলীয় ধরনের, হালকা এবং তৈলাক্তবিহীন: গরমকালে শিশুর ত্বকের আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখতে হালকা, জলীয় ধরনের ‘জনসনস্ বেবি লোশন’ বেছে নিতে পারেন। এটিতে তেলা ভাব কম থাকায় খুব দ্রুত ত্বকে শোষিত হয় এবং শিশুর ত্বকে প্রতিদিনের ব্যবহারের জন্যেই এটি বেশ আদর্শ।

কোনও ক্ষতিকারক রাসায়নিক নেই এমন ময়শ্চারাইজ়ার বেছে নিন: নবজাতকের ত্বকে ময়শ্চারাইজ়ার ব্যবহার করার আগে নিশ্চিত ভাবে দেখে নিন তাতে প্যারাবেন, থ্যালেট এবং রঞ্জকের মতো ক্ষতিকারক উপাদান আছে কি না। পাশাপশি বেছে নিতে পারেন ‘জনসনস্ বেবি লোশন এবং বেবি ক্রিম’ —এর মতো হাইপোঅ্যালার্জেনিক লেবেলযুক্ত পণ্যগুলি। কারণ, এতে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা কম।

কী ভাবে শিশুর কোমল ত্বকে ব্যবহার করবেন ‘জনসনস্ বেবি লোশন এবং বেবি ক্রিম’?

প্রতিদিন হালকা ঠান্ডা-গরম জলে শিশুকে স্নান করানোর পরে আলতো ভাবে গা, হাত, পা মুছিয়ে নিন। এ বার হাতে অল্প করে ‘জনসনস্ বেবি লোশন’ নিয়ে শিশুর গায়ে ধীরে ধীরে মালিশ করে দিন। প্রথম কিছু ক্ষণ সোজা করে বসিয়ে বা শুইয়ে, তার পরে উপুড় করে শুইয়ে এই একই পদ্ধতিতে ‘জনসনস্ বেবি ক্রিম’ মুখে, হাতে ও পায়ে ময়শ্চারাইজ়ার মালিশ করে দিন। হাতের তালুর সাহায্যে অল্প করে চাপ দিয়ে দিয়ে পুরো শরীরে ময়শ্চারাইজ়ার মাখান। প্রতিদিন স্নানের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, দিনে দু’বার এই পদ্ধতিতে ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন। এই সময়ে মায়ের হাতের বিশেষ স্পর্শে শিশুও প্রশান্তি উপভোগ করবে।

‘জনসনস্ বেবি লোশন এবং বেবি ক্রিম’ ব্যবহারের উপকারিতা:

  • শিশুর ত্বকে সুরক্ষা প্রদান করে।
  • আর্দ্রতা বজায় রাখে।
  • নবজাতকের শরীরে মৃদু সুগন্ধ এনে দেয়।
  • অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দেয়।

এ ছাড়াও এই সময়টিতে মা ও সন্তানের মধ্যে এক সুন্দর বন্ধনের সৃষ্টি হয়। ত্বকের পিএইচ (ph) লেভেল শিশুর ত্বকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই গ্রীষ্মে, আপনার ছোট্ট শিশুর নরম ও কোমল ত্বকে আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই ব্যবহার করুন ‘জনসনস্ বেবি লোশন এবং ক্রিম।’

বিশদে জানতে ভিজ়িট করুন: https://www.johnsonsbaby.in/protectfromdayone

এই প্রতিবেদনটি ‘জনসনস্ বেবি’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন