Hackfest 2025

শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতাকে নিশ্চিত করতে অনুষ্ঠিত হল ‘হ্যাকফেস্ট ২০২৫’

‘হ্যাকফেস্ট ২০২৫’ শুধু একটি হ্যাকাথন নয়—এটি ছিল এমন একটি শক্তিশালী মঞ্চ, যেখানে আগামী দিনের হবু প্রযুক্তিবিদরা তাদের প্রজ্ঞা, দলবদ্ধ ভাবে কাজের ক্ষমতা ও ভবিষ্যত ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৭:৫৩
Share:

সম্প্রতি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের উদ্যোগে এবং ‘এসএপি ল্যাবস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতায় আয়োজিত হল ‘হ্যাকফেস্ট ২০২৫’। ‘এসএনইউ’-এর আঞ্চলিক এই অনুষ্ঠানটি বিপুল সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এই অনুষ্ঠানে উদ্ভাবনী শক্তি ও উদ্দীপনার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছিল।

এই প্রতিযোগিতায় সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে, ‘নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ’, ‘মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি’, ‘শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি’ এবং ‘টেকনো ইন্টারন‍্যাশনাল নিউ টাউন’-এর সহযোগিতায় ৩০০০-এরও বেশি শিক্ষার্থী প্রায় ৬০০টির বেশি দল গঠন করে, তাদের সৃজনশীল চিন্তা দ্বারা বাস্তবমুখী প্রযুক্তিগত সমাধানকে উপস্থাপন করে। এই উপস্থাপনার ভিত্তিতে শিক্ষার্থীদের বিচার করেন শিল্প ও শিক্ষা জগতের ১০০জন বিশেষজ্ঞ বিশিষ্ট প্যানেলিস্টরা। সব মিলিয়ে এই ‘হ্যাকফেস্ট ২০২৫’, প্রতিভা, প্রযুক্তি ও নতুন ভাবনার এক অসাধারণ মিলনমেলা হয়ে উঠেছিল।

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান অনির্বাণ মিত্র উদ্যমী শিক্ষকবৃন্দ ও ছাত্র স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে এই অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালিত হয়। তিনি জানিয়েছেন, “হ্যাকফেস্ট শুধু একটি কোডিং প্রতিযোগিতা নয়, এটি সমস্যা সমাধান, সৃজনশীলতা ও সহযোগিতার মানসিকতাকে লালন করার একটি সুন্দর মাধ্যম।”

‘এসএপি ল্যাবস’-এর অতিথি রমেশ বেহল ও রাহুল সচদেব অংশগ্রহণকারীদের প্রজ্ঞা ও কল্পনাশক্তিতে ভরপুর প্রযুক্তিগত দক্ষতার অত্যন্ত প্রশংসা করেন।

এ ছাড়াও ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর গ্রুপ সিইয়ো শঙ্কু বসুর উপস্থিতি এই অনুষ্ঠানটির গুরুত্বকে আরও সমৃদ্ধ করেছিল। তিনি বলেছেন, “হ্যাকফেস্ট ২০২৫-এর মতো উদ্যোগগুলি উদ্ভাবনী ক্ষমতা গড়ে তুলতে ও ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে অত্যন্ত প্রয়োজনীয়।”

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী, উভয়েরই ভূয়সী প্রশংসা করে বলেন, “এই বিপুল অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উৎকর্ষ ও শিল্প প্রস্তুতির প্রতি গভীর অনুরাগের প্রতিফলন।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সুমন চট্টোপাধ্যায় বলেন, “হ্যাকফেস্ট ২০২৫ ছিল এক বাস্তব উদাহরণ—যেখানে নিখুঁত পরিকল্পনা, দলগত ঐক্য এবং দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষণপ্রণালী মিলিত হয়ে গড়ে তুলেছে সাফল্যের এক নতুন দিগন্ত। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে এই অসাধারণ উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি কেবল উদ্ভাবনের মঞ্চ নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিল্প সংযোগকে ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। এমন প্রয়াসই সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত নীতি ও উদ্ভাবনী মানসিকতার প্রকৃত পরিচয় বহন করে।”

‘হ্যাকফেস্ট ২০২৫’ শুধু একটি হ্যাকাথন নয়—এটি ছিল এমন একটি শক্তিশালী মঞ্চ, যেখানে আগামী দিনের হবু প্রযুক্তিবিদরা তাদের প্রজ্ঞা, দলবদ্ধ ভাবে কাজের ক্ষমতা ও ভবিষ্যত ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। এই সাফল্যকে পাথেয় করে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও বৃহৎ সাফল্যের দিগন্তে পৌঁছাবে, এটি নিশ্চিত।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন