OmDayal Group of Institutions

ডিজিটাল বিশ্বে দক্ষ হতে প্রস্তুত? শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের সঙ্গে বেছে নিন কেরিয়ারের নতুন পথ

‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’ শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ‘কম্পিউটার সায়েন্স’ এবং ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’-এর চার বছরের পূর্ণাঙ্গ বি.টেক কোর্স।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৮:০৯
Share:

‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’

বর্তমান ও ভবিষ্যতের দুনিয়া প্রযুক্তির হাত ধরেই ক্রমশ বদলে যাচ্ছে। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’ এবং ‘কম্পিউটার সায়েন্স’ এখন আর শুধু পড়াশোনার বিষয় নয়, বরং আধুনিক পৃথিবীর প্রতিটি ক্ষেত্রের চালিকাশক্তি। স্মার্টফোন থেকে আধুনিক স্বাস্থ্য সমস্যা সমধানে, ‘ব্যাংকিং থেকে ই-কমার্স’—সব জায়গাতেই এই প্রযুক্তির প্রভাব স্পষ্ট। তাই আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করতে চাইলে দরকার সময়োপযোগী পড়াশোনা, হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা।

এই লক্ষ্যেই ‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’ শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ‘কম্পিউটার সায়েন্স’ এবং ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’-এর চার বছরের পূর্ণাঙ্গ বি.টেক কোর্স। এই পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক, শিল্পজগতের সঙ্গে উন্নত যোগাযোগ এবং আধুনিক পাঠ্যক্রমের মাধ্যমে নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারবেন আগামী প্রজন্মের দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে।

‘কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং’-এ বি.টেক (CSE):

এই পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্কিং, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেখার সুযোগ পাবে।

এই পাঠক্রমের পরে শিক্ষার্থীরা যে যে কেরিয়ারের পথ বেছে নিতে পারেন—

  • সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার
  • ডেটা অ্যানালিস্ট
  • ওয়েব ও অ্যাপ ডেভেলপার
  • ক্লাউড ইঞ্জিনিয়ার
  • DevOps ইঞ্জিনিয়ার

‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’-এর সিএসই প্রোগ্রামে রয়েছে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ, মডার্ন ল্যাব, ইন্ডাস্ট্রি প্রজেক্ট এবং আধুনিক পাঠ্যক্রমের সব ধরনের সুযোগ-সুবিধা।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’-এ বি.টেক (AI & ML):

এটি একটি বিশেষ পাঠক্রম যেখানে কম্পিউটার সায়েন্সের পাশাপাশি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন, এনএলপি (Natural Language Processing)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও খুব গভীরভাবে শেখানো হয়।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং’ পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

  • ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিচিতি
  • মেশিন লার্নিং
  • ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্ক
  • ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
  • কম্পিউটার ভিশন
  • বিগ ডেটা ও ডেটা অ্যানালিটিক্স
  • রোবোটিক্স ও অটোমেশন
  • ক্লাউড-বেসড টেকনোলজি
  • সার্ভিস ও মডেল ডেপ্লয়মেন্ট

এই পাঠক্রমের পরে শিক্ষার্থীরা যে যে কেরিয়ারের পথ বেছে নিতে পারেন—

  • মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
  • কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার
  • এনএলপি ইঞ্জিনিয়ার
  • MLOps ইঞ্জিনিয়ার
  • এআই স্পেশালাইজ়ড সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার
  • এআই রিসার্চার
  • ডেটা সায়েন্টিস্ট

‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’-এ রয়েছে আধুনিক ল্যাব, অভিজ্ঞ ফ্যাকাল্টি, বাস্তব অভিজ্ঞতার সুযোগ, শিল্পজগতের সঙ্গে সংযোগ এবং কেরিয়ার গাইডেন্স। ‘গুগ্‌ল’, ‘মাইক্রোসফট’, ‘অ্যামাজন’, ‘মেটা’, ‘এনভিডিয়া’, ‘ডেলয়েট’, ‘অ্যাকসেঞ্চার’-এর মতো বহু বড় কোম্পানি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কম্পিউটার সায়েন্স’ দক্ষ শিক্ষার্থীদের নিয়োগ করছে।

আপনি যদি ভবিষ্যতের প্রযুক্তির দুনিয়ায় কেরিয়ার গড়তে চান, আজই ভর্তি হন ‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’-এ। এখানে থাকছে হ্যাকাথন, কোডিং কম্পিটিশন, ওপেন সোর্স প্রোজেক্টে অংশগ্রহণ, এবং ‘এনপিটিইএল ও কোর্সেরা’ মতো অনলাইন সার্টিফিকেশন করার সুযোগ।

তাই, এই প্রতিষ্ঠান থেকে আজই শুরু করুন আপনার জীবনের স্বপ্নপূরণের যাত্রা।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://omdayal.com/

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন